।। প্রথম কলকাতা ।।
Money Recover: বিগত বছর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকা উদ্ধারের (Money Recovery) ঘটনা ঘটেছে। কখনও সিবিআই, কখনও ইডি, আবার কখনও কলকাতা পুলিশের (Money Recovery) তৎপরতায় বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। আবারও শুক্রবার শহরের বড়বাজারের একটি সংস্থার অফিস থেকে উদ্ধার করা হল কয়েক লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, এই এই মোটা অঙ্কের টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করার চেষ্টা চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স এবং গুন্ডা দমন শাখার যৌথ অভিযান চলে।
সূত্রের খবর অনুযায়ী, কলকাতা পুলিশ এবং গুন্ডা দমন শাখা যৌথ উদ্যোগে গোপন সূত্র মারফত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বড়বাজার (Barabazar) এলাকার কটন স্ট্রিট এবং বাবুলাল বাজাজ স্ট্রিট এলাকায় তল্লাশি অভিযান চালায়। একটি বেসরকারি সংস্থার অফিসে চলে এই তল্লাশি। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই বেসরকারি সংস্থার অফিস থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে। টাকার সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, সেই টাকাগুলি কেন সংস্থার অফিসে রাখা হয়েছিল তার স্বপক্ষে কোন যুক্তিসম্মত প্রমাণ দেওয়া হয়নি। উল্লেখ্য কয়েকদিন পূর্বেই কলকাতার বালিগঞ্জের আরও একটি বেসরকারি সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। যদিও এই তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ই ডি। তারপরে গড়িয়াহাটের একটি গাড়ি থেকেও বহু সংখ্যক টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। সেখানে আনুমানিক কোটির কাছাকাছি ছিল বলে জানা হয়। এইরকম আবহে আবারও কলকাতার বড় বাজারে টাকা উদ্ধারের ঘটনা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম