।। প্রথম কলকাতা ।।
ISL 2023: টাইব্রেকারে হায়দ্রাবাদ এফসিকে (Hyderabad FC) হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ফাইনালে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC)। আইএসএলে এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল মোট নয়বার। যার মধ্যে ড্র হয় চারটি ম্যাচ, তিনটি ম্যাচে জয় পেয়েছে এটিকে মোহনবাগান, দুটিতে জয় পেয়েছে হায়দ্রাবাদ এফসি। তবে গতবার সেমিফাইনালে এই হায়দ্রাবাদ এফসির কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল সবুজ-মেরুন জার্সিধারীদের। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিল জুয়ান ফেরান্দোর দল। টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে হায়দ্রাবাদকে বিদায়ের রাস্তা দেখিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান।
চলতি আইএসএলে অপ্রতিরোধ্য ছিল এটিকে মোহনবাগান। ১১টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছিল তারা। কিন্তু এদিন ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে জুয়ান ফেরান্দোর দলের সেই আক্রমণাত্মক মেজাজ দেখা যায়নি। দ্বিতীয়ার্ধের পর ধীরে ধীরে খেলায় ফেরে এটিকে মোহনবাগান। বেশ কয়েকটি সুযোগও গড়ে তোলে তারা। কিন্তু গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ফেরান্দোর দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোন দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
এর আগে হায়দ্রাবাদ এফসির মাঠে প্রথম লেগের ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে। এদিন ঘরের মাঠে ১-০ ব্যবধানে জিতলেই ফাইনাল পাকা হয়ে যেত এটিকে মোহনবাগানের। কিন্তু গোটা ম্যাচে গোলের দরজাই খুলতে পারেনি সবুজ-মেরুন জার্সিধারীরা। দুই লেগে গোলশূন্য থাকায় টাইব্রেকারে যায় ম্যাচ। আর সেখানেই বাজিমাত এটিকে মোহনবাগানের। টাইব্রেকারে একটি দুর্দান্ত শট বাঁচিয়ে এটিকে মোহনবাগানকে ফাইনালে তোলেন বিশাল কাইথ। আগামী ১৮ মার্চ শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।