।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একই রকম ভাবে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য বানিয়ে জনসংযোগে জোর দিয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। এরকম পরিস্থিতিতে দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একের পর এক জেলা সফর সারছেন। ইতিমধ্যেই তিনি বীরভূম, মালদা এবং বর্ধমানের সফর শেষ করেছেন। তারপরেই জানা গেল ফেব্রুয়ারির মাঝামাঝি সময় জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এই যাত্রা পথে তিনি ঝাড়খন্ড ছুঁয়ে যাবেন বলেই জানা গিয়েছে। ১৫ তারিখ তিনটে নাগাদ তিনি জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে করে পৌঁছে যাবেন পুরুলিয়ায় (Purulia)। সেই দিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন তিনি। এরপর ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কলেজের মাঠে একটি প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৭ ফেব্রুয়ারি পুরুলিয়া থেকে বাঁকুড়ার (Bankura) উদ্দেশ্যে হেলিকপ্টারে করেই রওনা হবেন মুখ্যমন্ত্রী। আর তারপর বাঁকুড়া এসে একটি প্রশাসনিক জনসভা করবেন তিনি।
তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন আপাতত এমনটাই জানা গিয়েছে প্রাথমিকভাবে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাংলার জনগণ যাতে সব রকমের সুযোগ-সুবিধা পেতে পারেন তার জন্য তাদের বাড়ির দুয়ারে গিয়ে পৌঁছেছে দিদির দূতেরা। জনকল্যাণমূলক রাজ্য সরকারের যে সকল পরিষেবা গুলি রয়েছে সেগুলি যাতে খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারে তার জন্যই এই উদ্যোগ। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল সফর তৃণমূল কংগ্রেসের জন্য কতটা লাভবান হবে তা অবশ্য বিচার করবে সময়। উল্লেখ্য, শুধুমাত্র রাজ্যের বিভিন্ন জেলা নয় উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা- মেঘালয় সফরেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম