।। প্রথম কলকাতা ।।
Narendra Modi: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হুমকি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ। ‘নিউজ18’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ সূত্রে, হুমকির যে বার্তা এসেছে তার মধ্যে অডিও ক্লিপও রয়েছে। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে অজ্ঞাতপরিচয় এক নম্বর থেকে সাতটি ভয়েস মেসেজ করা হয়। যেখানে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবে দু’জন ব্যক্তি। সমস্ত পরিকল্পনা তার জন্য করা হয়ে গিয়েছে’।
পুলিশ সূত্রে, অডিও মেসেজের সঙ্গে ডকুমেন্ট পাঠানো হয়েছে কিছু। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা বিষয়টি মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে জানানো হয়েছে। ফরওয়ার্ড করা হয়েছে সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ। প্রসঙ্গে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। যদিও এটা প্রথম নয়, এর আগে মুম্বই পুলিশের কাছে দেশে সন্ত্রাসবাদী হামলা চালানো নিয়ে হুমকির ফোন এসেছিল। এমনকি মুম্বইয়ের বিখ্যাত পাঁচতারা হোটেল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
গত দিওয়ালির আগেই নাশকতার ছক নিয়ে সতর্কবাণী দিয়ে একটা উড়ো ফোন আসে। বলা হয়, ফের কেঁপে উঠবে বাণিজ্যনগরী। কোথায় কোথায় বোমা থাকতে পারে, সেই বিষয়েও জানায় ওই কলার। খবর পেয়ে তৎক্ষণাৎ সেই সকল জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়। এর আগে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে পুনে পুলিশ কন্ট্রোল রুমে উড়ো ফোন করার জন্য গ্রেফতার করা হয়েছিল। দাবি করা হয়, একটি ফ্ল্যাটে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। সেইসঙ্গে পুনে এবং মুম্বই রেল স্টেশনে বোমা বিস্ফোরণ করার পরিকল্পনাও রয়েছে। পরেই অভিযুক্ত ব্যক্তি বিষন্নতায় ভুগছিলেন বলে জানা যায়। এরকমই হাজারও উড়ো ফোন আসে পুলিশের কাছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম