।। প্রথম কলকাতা ।।
Sandy Saha: স্যান্ডি সাহা পেশায় একজন ইউটিউবার। অনেকের কাছে নাইটি বৌদি নামেও পরিচিত তিনি। বহু ধরনের মজার ভিডিও করে তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জনপ্রিয়তা লাভ করেন। মাঝে মাঝেই বিভিন্ন মজার ভিডিও শেয়ার করেন তিনি। কখনো তিনি গাছের পাতা পড়ে গাছের ডাল ধরে নাচেন, আবার কখনো মাঝ রাস্তায় বৃষ্টিতে নেচে নেচে লাইভ ভিডিও করেন। আবার বিভিন্ন কাণ্ডকারখানায় তুমুল সমালোচনার শিকার হয় স্যান্ডি। নেটিজেনদের থেকে নানান বাজে মন্তব্য শুনতে পান। তাকে নিয়ে নানান রকম ট্রোল হয় সবসময়। আবার প্রশংসার ঝড়ও তুলেন। তার অনুগামীরা অনেকেই বলেন তার ভিডিও দেখলে খারাপ সময়েও মন ভালো হয়ে যায়। ধারাবাহিকে অভিনয় করছেন। এমটিভি রোডিজ-এও প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল স্যান্ডি সাহাকে৷ ফের রোডিজ-র অংশ তিনি। তবে এবার একেবারে নতুন ভূমিকায়৷
সবসময় আলোচনায় থাকেন স্যান্ডি সাহা। কনটেন্ট ক্রিয়েটার হিসাবে জনপ্রিয় হলেও, আরও বেশ কয়েকটি পরিচিতি তৈরি হয়েছে তাঁর। ধারাবাহিকে অভিনয় করেছেন, এমটিভি রোডিজ -এও প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল তাঁকে৷ ফের রোডিজ-র অংশ তিনি। এবার একেবারে নতুন ভূমিকায়৷ নন-ফিকশন শো-এর ১৯তম সিজনে এবার স্যান্ডিকে দেখা যাবে সঞ্চালক হিসাবে। ইতিমধ্যেই শো এর একটি প্রোমো শেয়ার করেছেন স্যান্ডি। ঘাসের তৈরি স্যুট পড়ে সেখানে দেখা গিয়েছে তাকে। তাকে দেখা যাবে কান্ড কুমারের ভূমিকায়। তার কনটেন্টের ফ্লেভারটা ওরা চাইছিলেন বলে জানিয়েছেন স্যান্ডি। রোডিজ শুরুর পর এমটিভির ফুল্লি ফালতু চ্যানেলে নিয়মিত দেখা যাবে স্যান্ডিকে। বর্তমানে ঐ শোর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত স্যান্ডি সাহা।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে স্যান্ডি জানিয়েছেন ‘রোডিজ’-এ তাঁকে দেখা যাবে কাণ্ড কুমারের ভূমিকায়৷ তিনি জানান, “আমি এখন শ্যুটিং লোকশনেই আছি। তবে এবার আমি প্রতিযোগী হিসাবে নেই। সোশ্যাল মিডিয়া হোস্ট হিসাবে থাকছি। আমি যে ধরণের কনটেন্ট করি একটু বোল্ড, কৌতুক, সেই সঙ্গে একটু কমিক রিলিফ তো থাকবেই। সোনু সুদ মূল সঞ্চালক টেলিভিশনের আমি ওঁর সঙ্গেও ভিডিও করছি। এছাড়াও বিচারকদের সঙ্গেও ভিডিও করছি। রোডিজ-র ডিজিটাল মিডিয়াতে যত মজার কনটেন্ট হবে, সেগুলি আমি করছি। প্রায় একমাস বাইরে থাকতে হবে।” শো-টার প্রতি তার আলাদা ভালোবাসা ছিল। সেই সঙ্গে একটা জাতীয় স্তরে পরিচিতি হবে, সেটাও একটা কারণ ছিল।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে স্যান্ডি জানিয়েছেন, আগে একটা ভয় ছিল, কখন বেরিয়ে যাবেন এবার তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকছেন, তাই তারকোনও ভয় নেই। স্যান্ডি মনে করেন ট্রোলার যারা আছেন, তারা এখনও কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করে যাবেন। তাদের কথা না ভেবে, সে নিজের ভাল লাগার জন্য এই কাজটা করছি।
প্রসঙ্গত, ৩ জুন থেকে শুরু হতে চলেছে এমটিভি রোডিজ-র সিজন ১৯। এই সিজনে বিচারক আসনে রয়েছেন রিয়া চক্রবর্তী, প্রিন্স নারুলা এবং গৌতম গুলাটি৷ সঞ্চালক রূপে দেখা যাবে সোনু সুদকে৷ জাতীয় স্তরের শো-তে কাজ করার সুযোগ, স্যান্ডির জন্য নতুন দিশা খুলতে পারে, একথা আর বলতে বাকি রাখে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম