।। প্রথম কলকাতা ।।
IndiGo Airline: সম্প্রতি এয়ার ইন্ডিয়া (Air India) বিমানে ৭০ বছর বয়সী বৃদ্ধার গায়ে এক মদ্যপ ব্যক্তির মূত্র ত্যাগের কাণ্ডে রীতিমত হইচই পড়ে গিয়েছে। এবার সামনে এল, আরেকটি ঝামেলার খবর। ইন্ডিগোর (IndiGo) বিমানে মদ খেয়ে হাঙ্গামা করলো যাত্রীরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ২ জন।
বিমানে যাত্রীদের মদ পরিবেশন করা উচিত কিনা উচিত নয়, এই নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। বিমানে (Flight) মদ্যপ ব্যক্তিদের এই ধরনের হাঙ্গামার ঘটনা একেবারেই নতুন নয়। মাত্র কয়েক জনের জন্য বেশ অস্বস্তিতে পড়েন গোটা বিমানের যাত্রীরা। সম্প্রতি দিল্লি (Delhi) থেকে পাটনায় (Patna) যাচ্ছিল একটি বিমান। সেই বিমানে এই দুই যাত্রী মদ্যপ অবস্থায় ঝামেলা করেন। ওই দুই ব্যক্তিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এসএইচও রবার্ট পিটার।
রবিবার রাতে দিল্লি থেকে পাটনাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo Airline) একটি ফ্লাইটের হট্টগোল করার জন্য পাটনা বিমানবন্দরে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সিআইএসএফ (Central Industrial Security Force) কর্মীরা তাদের ধরে বিমানবন্দরের থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ন’টার দিকে। ওই দুই যুবকের নাম নীতিশ কুমার এবং রোহিত, তারা হাজীপুরের বাসিন্দা। আরেকজন ছিলেন, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি পলাতক। তার নাম পিন্টু বলে জানা গিয়েছে। তারা ইন্ডিগো ফ্লাইটে নেশাগ্রস্ত অবস্থায় রীতিমত তোলপাড় শুরু করেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী আপত্তি তোলেন। এয়ার হোস্টেস তাদের বুঝিয়ে বলতে গেলে দু’জনেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আপাতত তৃতীয় যুবকের খোঁজে তল্লাশি চলছে।
দিনের পর দিন বিমানে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। যার কারণে বহু যাত্রী চান না বিমানে কেউ মদ্যপান করে উঠুক। বিমানে যাত্রীদের মদ পরিবেশনের যে নিয়ম রয়েছে তা অনেকেই পছন্দ করছেন না। আবার বহু যাত্রী আছেন যারা নেশাগ্রস্ত অবস্থায় বিমানে ওঠেন। যার ফল ভোগ করতে হয় অন্যান্য যাত্রীদের। মাত্র এক থেকে দুই জন যাত্রীদের খারাপ আচরণে প্রভাব পড়ে গোটা বিমানে। এমনকি সেই এয়ারলাইন্সেরও দুর্নাম হয়।
With reference to the incident that took place onboard 6E 6383 from Delhi to Patna, the matter is under investigation with the authorities. We would like to clarify that there was no altercation onboard the aircraft, as what is being reported in some sections of social media.
— IndiGo (@IndiGo6E) January 9, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম