।। প্রথম কলকাতা ।।
Funeral Services: টাকার বদলে মৃতদেহকে দাহ করা থেকে শুরু করে পবিত্র ঘাটে তার অস্থি বিসর্জন দেওয়া পর্যন্ত সমস্ত কাজ সম্পন্ন করবে সুখন্ত ফিউনেরাল কোম্পানি। শুনতে অবাক লাগলেও এটি একেবারেই মন গড়া কথা নয়। এই স্টার্ট আপ কোম্পানি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার পরিষেবা দিচ্ছে টাকার বদলে। সম্প্রতি ২০২২ সালের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। ২৭ নভেম্বর পর্যন্ত সেই ট্রেড ফেয়ারটি চলবে। সেখানেই বহু দেশি-বিদেশি কোম্পানি নিজেদের প্রোডাক্ট প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। আর ওই প্রদর্শনীতে নিজেদের স্টল দিয়েছে সুখন্ত ফিউনেরাল কোম্পানি।
এই কোম্পানির নাম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। আর ট্রেড ফেয়ারে দেওয়া ওই কোম্পানির স্টলের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা দেখে নেটিজেনরা নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছেন। মূলত কোন ব্যক্তির মৃত্যুর পর তাঁর অন্তিম সংস্কার করার দায়িত্ব থাকে পরিবারের ওপরেই। আত্মীয়রা এই কাজগুলি করে থাকেন। কিন্তু এবার কিছু টাকা খরচ করলেই সেই কাজ আর নিজেদের করতে হবে না। সম্পূর্ণ কাজ সম্পন্ন করবে ওই কোম্পানি।
যেমন ধরুন কোন ব্যক্তির মৃত্যুর পর তাঁর মৃতদেহ নিয়ে গিয়ে শ্মশানে সৎকার করা থেকে শুরু করে সেই শব যাত্রায় সঙ্গ দেওয়ার লোক পর্যন্ত দেবে কোম্পানি। এছাড়াও পুরোহিত নাপিত সবকিছুই থাকবে ওই কোম্পানির। সমস্ত নীতি-নিয়মের পালা মিটলে অস্থি টুকু পর্যন্ত ওই কোম্পানির দায়িত্বপ্রাপ্তরাই গঙ্গায় গিয়ে বিসর্জন করবেন। আর এই সমস্ত কিছুর প্যাকেজ মাত্র ৩৭,৫০০ টাকা। এমনটাই তথ্য মিলেছে সোশ্যাল মিডিয়া মারফত।
এই কোম্পানির সার্ভিস নিয়ে নেট পাড়ায় হাসির রোল উঠেছে। অনেকেই বিভিন্ন মজামশকরা করে মন্তব্য করেছেন। তবে কোম্পানির কর্তৃপক্ষের দাবি, আজকের দিনে সবকিছুই টাকার বিনিময়ে হাতের কাছে চলে আসার সুযোগ রয়েছে। তাই মানুষের মৃত্যুর পরেও তাঁর কাজ গুলি করার জন্য এইরকম স্টার্টআপের প্রয়োজন রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম