।। প্রথম কলকাতা ।।
Summer Makeup Tips: প্যাচপ্যাচে এই গরমে মেকআপ তো দূর, সামান্য ময়শ্চারাইজার লাগালেও কেমন গা গিজ গিজ করে। ঘামের চোটে ত্বক আর চুল ঠিক রাখতেই হিমশিম খাচ্ছে বঙ্গ ললনারা। এমন আবহে কোনও কারণে মেক আপ যদি করতেও হয় সেক্ষেত্রে তা টিকিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। তবে তাই বলে কি সাজুগুজু করবেন না নাকি? অবশ্যই করবেন। তবে সেক্ষেত্রে একটু সাবধান। এই পাঁচটি টিপস মাথায় রাখতে পারলেই আপনার মেকআপ হবে সবার সেরা।
আসলে গরম যতটা না সমস্যা তার চেয়েও বেশি সমস্যা হল ঘাম। যদিও ঘাম তো আপনি জোর করে আটকাতে পারবেন না। তবে কয়েকটা টিপস আপনি ফলো করতেই পারেন। এরপর থেকে যখনই মেকআপ করতে বসবেন সাথে কিছু বরফ নিয়ে বসবেন। ত্বক পরিষ্কার করে নেওয়ার পর একটি পরিষ্কার সুতির কাপড়ে কিছু আইস কিউব নিয়ে একটা পোঁটলা বেঁধে নিন। এরপর ধীরে ধীরে সেটা গোটা মুখে মাসাজ করুন। এরপর মুখ শুকালে তবেই শুরু করবেন বেস মেকআপ। এ তো গেল টোটকার কথা। এবার আসি মেকআপ কিটে আপনি কী কী বদল আনবেন।
এই গরমে চেষ্টা করুন গাঢ় লিপস্টিককে এড়িয়ে চলতে। তবে যদি একান্তই আপনি গাঢ় লিপস্টিক পরতে পছন্দ করেন তাহলে কেবল রাতের অনুষ্ঠানেই গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। অনুষ্ঠান দিনে হলে চেষ্টা করুন হালকা লিপবাম বা হালকা রঙের কোনও লিপস্টিক পরতে। তবে মেকআপ বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে লিপ টিন্ট বা লিপবামটাই সবচেয়ে ভালো। মেকআপ আর্টিস্টরা বলছেন, এই গরমে ফাউন্ডশন ব্যবহার না করাই ভাল। চেষ্টা করুন বিবি ক্রিমেই কাজ সারতে। এতে করে ত্বকও ভালো থাকবে সেই সাথে স্ক্রিনের দাগছোপও লুকিয়ে যাবে।
এছাড়াও পাউডার ব্লাশের জায়গায় ক্রিম ব্লাশ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিউটিশিয়ানরা। আসলে ঘামে পাউডার ব্লাশ ফুটে উঠলে তা পুরো সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। তাই চেষ্টা করুন ক্রিম ব্লাশ ব্যবহার করতে। এতে গ্লো বজায় থাকবে। স্মোকি আইজের বদলে মেকআপে আনুন শিমারি টাচ। এটা ঠিক যে স্মোকি আইজ দেখতে সুন্দর লাগে তবে ঘামে তা একটুও ঘেঁটে গেলে ভয়ঙ্কর দেখতে লাগবে। তাই চেষ্টা করুন গোল্ড, রোজ় গোল্ড শিমার দিয়েই কাজ সারতে।
এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হল, মেকআপের পর ঘেমে গেলেও চেষ্টা করুন হাত না দিতে। প্রয়োজনে কোনও ফ্যানের নিচে দাঁড়িয়ে যান। ঘাম নিজে নিজেই শুকিয়ে যাবে। সেটা সম্ভব না হলে টিসু দিয়ে হালকা হাতে ড্যাব করুন। তবে কোনোভাবেই ঘাম মোছার ভুলটি করবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম