।। প্রথম কলকাতা ।।
সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে ২০২২ ফিফা বিশ্বকাপে স্বপ্ন শেষ হয়ে গেছে মরক্কোর। মরক্কো ইতিহাস সৃষ্টি করে প্রথম আফ্রিকান দল হিসেবে শেষ চারে পা রেখেছিল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজ তৃতীয় স্থান অধিকারের ম্যাচে নামছে আশরাফ হাকিমি ও হাকিম জিয়াশরা। ইউরোপের দলটি দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। যদিও দুটি দল একটি ‘অতুলনীয়’ তৃতীয় স্থানের প্লে অফের জন্য লড়াই করবে।
এখনও অনেক কিছুর অপেক্ষায় আছে, বিশেষ করে মরক্কোর জন্য যারা ইতিহাস তৈরি করতে পারে। মজার বিষয় হল, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বাইরে কোনো দলই ফিফা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থান অর্জন করতে পারেনি। আফ্রিকার দল হিসেবে মরক্কোর কাছে সেই সুযোগ রয়েছে। চলতি বিশ্বকাপে মরক্কো নিঃসন্দেহে টুর্নামেন্টের সবচেয়ে চিত্তাকর্ষক দলগুলির মধ্যে একটি ছিল। যারা ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় নম্বরে থাকা বেলজিয়ামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে পৌঁছায়। এরপর শেষ ষোলোয় সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়।
মরক্কো যদি শনিবার ক্রোয়েশিয়াকে হারাতে পারে, তাহলে তারা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বাইরে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হবে যারা আফ্রিকার দল হিসেবে তৃতীয় স্থান অধিকার করবে। একনজরে দেখে নেওয়া যাক ফুটবল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় স্থানাধিকারী দলের তালিকা,
১৯৩০ মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৩৪ জার্মানি
১৯৩৮ ব্রাজিল
১৯৫০ সুইডেন
১৯৫৪ অস্ট্রিয়া
১৯৫৮ ফ্রান্স
১৯৬২ চিলি
১৯৬৬ পর্তুগাল
১৯৭০ পশ্চিম জার্মানি
১৯৭৪ পোল্যান্ড
১৯৭৮ ব্রাজিল
১৯৮২ পোল্যান্ড
১৯৮৬ ফ্রান্স
১৯৯০ ইতালি
১৯৯৪ সুইডেন
১৯৯৮ ক্রোয়েশিয়া
২০০২ তুর্কি
২০০৬ জার্মানি
২০১০ জার্মানি
২০১৪ নেদারল্যান্ডস
২০১৮ বেলজিয়াম