।। প্রথম কলকাতা ।।
Bonsai Tree Business: করোনা পরবর্তী সময়ে অনেকেই নিজের মোটা টাকার মাইনের চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। নতুন করে অন্য কোন চাকরিতে নিযুক্ত হয়েছেন। আর তারপর থেকেই নিজের একটা ব্যবসা শুরু করবেন এই ধরনের চিন্তাভাবনা মাথায় ঘুরছে। কিন্তু চাকরি ছেড়ে একেবারে সম্পূর্ণ সময় ব্যবসায় বিনিয়োগ করার মত ইচ্ছাও নেই । সে ক্ষেত্রে সাইড বিজনেস (Side Business) হিসেবে একটি ব্যবসা যদি খুঁজে নেওয়া যায় তাহলে খুব একটা মন্দ হয় না। আজকের প্রতিবেদনে ঘরে বসে সেই রকমই একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে। যারা উদ্ভিদপ্রেমী তাদের জন্য এই ব্যবসা খুবই আকর্ষণীয়।
বনসাই গাছ দেখতে যতটা সুন্দর তার দামও সাধারণ গাছের তুলনায় কিছুটা বেশি। কিন্তু ঘর সাজানোর কারণেই হোক কিংবা বাস্তুগত কারণেই হোক, এই বনসাই গাছের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই শুধুমাত্র এই সখের বশে গাছ নিয়ে নাড়াঘাটা না করে বনসাই নিয়ে ব্যবসা (Bonsai Tree Business) শুরু করা যেতে পারে। এক্ষেত্রে আপনি বনসাই গাছ নিয়ে ব্যবসা দুভাবে করতে পারেন । প্রথমত, নিজের বাড়িতেই বনসাই তৈরি করে সেগুলি বিক্রি করা। কিন্তু এই কাজটি করতে গেলে আপনাকে প্রায় ২ থেকে ৫ বছর সময় বিনিয়োগ করতে হবে। এই সময়টা অনেকটাই।
দ্বিতীয় হল আপনি বড় কোন নার্সারি (Nursery) থেকে পাইকারি দামে বনসাই গাছ সংগ্রহ করতে পারেন । আর তারপর সেইগুলি ৩০ থেকে ৫০ শতাংশ বেশি মূল্যে আপনি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে নিজের লাভটা যেমন বুঝে নেবেন ,তেমনি ক্রেতাদের দিকটাও মাথায় রাখতে হবে। রেডিমেড বনসাই গাছ (Readymade Bosai Tree) তাদের বিক্রি করার জন্য ন্যায্য মূল্য ধার্য করতে হবে। সাধারণত যারা উদ্ভিদপ্রেমী তাদের বনসাইর প্রতি আলাদাই আকর্ষণ থাকে । কাজেই এই গাছের চাহিদা ঘর বা অফিসের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে অনেক বেশি।
আপনি বর্তমানে এই গাছ ২০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারেন অবশ্যই দাম নির্ভর করবে গাছ এবং গাছের বয়সের উপরে । আর আপনি যদি নিজে বনসাই তৈরি করে বিক্রি করতে চান সে ক্ষেত্রে সরকারের কাছ থেকে সহযোগিতাও পেতে পারেন। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিজের জেলার নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। সব মিলিয়ে বনসাই গাছের ব্যবসা সাইড বিজনেস হিসেবে দারুন বিকল্প।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম