।। প্রথম কলকাতা ।।
Tollywood Actress: বাংলার টেলি দুনিয়ায় রাজ করছে এক ঝাঁক অবাঙালি নায়ক-নায়িকা। সাবলীল ভাবে অভিনয় করে যাচ্ছেন বাংলা ধারাবাহিকে। তাদের মুখের কথা, স্পষ্ট উচ্চারণ বা ভাষা শুনলে মনেই হবে না এনারা অবাঙালি। বাংলা ভাষাকে ঠিক কতটা ভালবাসলে এতটা আপন করে নেওয়া যায়? বাংলা সিরিয়ালের এই অবাঙালি নায়ক-নায়িকাদের চেনেন? প্রতিদিন টিভির পর্দায় যাদের দেখছেন তাদের মধ্যে অনেকেই অবাঙালি কিন্তু বুঝতেও পারবেন না।
নেহা আমনদীপ, ‘স্ত্রী’, ‘কনে বউ’, ‘ওম নমঃ শিবায়’ এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। নায়িকার লুক নজর কেড়েছে দর্শকদের। অনেকেই জানেন না নেহা আমনদীপ পাঞ্জাবি। অথচ রাজ করছেন বাংলা টেলি দুনিয়ায়। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ক্রুশল আহুজা। বর্তমানে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। তবে বাংলার মানুষ কখনোই ভুলবে না ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে তার অভিনয়। কালো ফ্রেমের চমশায় গম্ভীর লুকে ক্রুশল বং ক্রাশ এই তারকা উত্তরপ্রদেশের বাসিন্দা। বাবার সঙ্গে কাজের সূত্রে কলকাতায় এসেছিলেন।
ঋষি কৌশিক এই নামেই পরিচিত ইষ্টি কুটুম-এর নায়ক অর্চিষ্মান মুখোপাধ্যায়। একের পর এক বাংলা ধারাবাহিকে নায়কের ভূমিকায়। অভিনয় করে দর্শকের ঘরের ছেলেটি হয়ে গিয়েছেন তিনি। তিনি আসলে বাঙালি নন। তাঁর বাংলা শুনে অবশ্য সে কথা বোঝা প্রায় অসম্ভব। কিন্তু ঋষি আসলে অসমীয়া পরিবারে জন্মেছেন। ‘চাঁদের বাড়ি’ থেকে শুরু করে ‘ক্রান্তি’র মত বাংলা ছবিতেও যেমন দেখা গিয়েছে তেমনই ‘এখানে আকাশ নীল ,ইষ্টি কুটুম’ সহ একাধিক ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে। কিন্তু তাঁর ভাল নাম কামাখ্যা কিঙ্কর কৌশিক। আসলে বাড়ির ডাক নামেই লোকে বেশি ডাকত। তাই ওই নামটিই এখন ভাল নাম হয়ে গিয়েছে। কামাখ্যা কিঙ্কর হোন বা ঋষি তিনি সকলের প্রিয় অভিনেতা ছিলেন থাকবেন।
জি বাংলায় ইচ্ছে পুতুল ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন শ্বেতা মিশ্র। ভিলেনের চরিত্রেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। কিন্তু মুখে তুখোড় বাংলা। তিনি নিজের ইচ্ছাতেই ভালোবেসে আপন করে নিয়েছেন বাংলা ভাষাকে। হানি বাফনা, বর্তমানে অভিনয় করছেন ‘সোহাগ জল’ এ। জুঁই আর শুভ্রের সম্পর্কের টানাপোড়েনে জমে উঠেছে ধারাবাহিক। এর আগেও ‘বকুল কথা’ থেকে শুরু করে ‘গ্রামের রানী বীণাপাণি’ কিংবা ‘প্রথমা কাদম্বিনী’ মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি মুখ্য রোলে ছিলেন।
‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের বীণাপাণির কথা অবশ্যই মনে আছে। সেই বীণাপাণি কিন্তু বাঙালি নন, তিনি অর্ধেক বাঙালি অর্ধেক মালায়লি। নাম অ্যানমেরি টম। ইনি ব্যারাকপুরের মেয়ে। পড়াশোনা করেছেন কলকাতায়। এছাড়াও তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। নাচ তার প্রথম ভালবাসা। অবাঙালি হয়েও তার বাংলা ভাষায় বিন্দুমাত্র অবাঙালি টান নেই। এই ভাষাকে ভালোবেসে বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম