।। প্রথম কলকাতা ।।
Annapurna Jayanti 2022: কথায় আছে যে সংসারে অন্নপূর্ণার বাস, সেই সংসারে কোনদিনও খাবারের অভাব হয় না। আর যাই হোক খাবারের ভাঁড়ার সব সময় উপচে পড়ে। মার্গশীর্ষ অর্থাৎ অঘ্রান মাসের পূর্ণিমা তিথি শুরু হতে চলেছে ৭ই ডিসেম্বর থেকে। হিন্দু সংস্কৃতিতে এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে ঘরে ঘরে পালন করা হবে অন্নপূর্ণা জয়ন্তী। মা অন্নপূর্ণার আশীর্বাদে সংসারের খাদ্যশস্যের ভাণ্ডার সবসময় কানায় কানায় পূর্ণ থাকে। দারিদ্র্য মোচনে ৮ই ডিসেম্বর নিষ্ঠা সহকারে অন্নপূর্ণা জয়ন্তী পালন করতে পারেন। জেনে নিন পুজোর শুভ সময় এবং সঠিক পদ্ধতি।
অন্নপূর্ণা জয়ন্তীর দিন দেবী পার্বতীর অন্নপূর্ণা রূপের আরাধনা করা হয়। হিন্দু ধর্মে খাদ্যকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। অন্নপূর্ণা মাতার পুজো করা হয় যাতে ঘরে সুখ-শান্তির পাশাপাশি সম্পদ ও শস্যের অভাব না হয়।
কবে অন্নপূর্ণা জয়ন্তী?
অঘ্রান মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণা জয়ন্তী পালিত হবে। ২০২২ সালে অন্নপূর্ণা জয়ন্তী ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার পড়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে, অঘ্রান মাসের পূর্ণিমা তিথিতে মা পার্বতী অন্নপূর্ণা রূপে পৃথিবীতে আবির্ভূত হন। এই দিনে দেবী অন্নপূর্ণা দেবীর আরাধনা করলে ঘরে কখনই খাবারের অভাব হয় না। এই মাসে পূর্ণিমা থেকে শুরু হবে ৭ই ডিসেম্বর সকাল ৮টা ০১মিনিট থেকে। পূর্ণিমা শেষ হবে ৮ই ডিসেম্বর সকাল ৯টা ৩৭ মিনিটে। উদয়া তিথির কারণে অনপূর্ণা জয়ন্তী পালিত হবে ৮ই ডিসেম্বর।
অন্নপূর্ণা জয়ন্তীর পুজো পদ্ধতি
অন্নপূর্ণা জয়ন্তীর দিন, ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে বাড়ির রান্নাঘর পরিষ্কার করা উচিত। এরপর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেবেন। রান্নাঘরের পূর্ব দিকে একটি লাল কাপড় বিছিয়ে তার উপর নতুন শস্যের স্তূপ রাখবেন। এতে মা অন্নপূর্ণার ছবি রাখবেন। এরপর অশোক বা আম পাতা এবং নারকেল একটি তামার পাত্রে জলে ভরে রাখুন। ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা অন্নপূর্ণাকে রোলি দিয়ে তিলক কেটে লাল ফুল অর্পণ করবেন। তারপর উনুনে কিংবা গ্যাসে রোলি লাগিয়ে তিলক করুন এবং লাল ফুল নিবেদন করুন। এদিন পুজোর পর ক্ষীর তৈরি করা শুভ বলে মনে করা হয়। এই দিন পার্বতীর পাশাপাশি দেবাদিদেবের আরাধনা করবেন। অন্নপূর্ণা জয়ন্তীতে অবশ্যই অসহায় ব্যক্তিদের খাদ্য দান করুন। সামর্থ্য থাকলে অভাবীদের খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন। পুজো শেষে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করুন, যাতে সবসময় সংসার সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম