।। প্রথম কলকাতা ।।
Natagarh Friends Association: মাদকের কবলে পড়ে যখন তরুণ সমাজ ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে সেই রকম পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এল নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (NFA) এবং ঘোলা থানা। তরুণ প্রজন্মকে মাদক বিরোধী সমাজ গড়ে তোলার বার্তা দিতে রবিবার আয়োজন করা হল একটি ম্যারাথন দৌড়ের। এই ম্যারাথনের মূল উদ্যোক্তা হল নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবং ঘোলা থানা (Ghola Police Station)। উত্তর কলকাতার এই ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী।
এদিন ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। রবিবার সকালের দিকে এই ম্যারাথনের সূচনা হয় নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মাঠ থেকেই। তারপর দীর্ঘ ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আবারও প্রতিযোগীরা ফিরে আসেন মাঠেই। এই ম্যারাথনে (Marathon) প্রথম স্থান অধিকার করেন বেহালার এক প্রতিযোগী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল।
নির্মল ঘোষ এই ম্যারাথন প্রসঙ্গে বলেন, প্রতিবছরই নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এই বছর সেই উদ্যোগে অংশগ্রহণ করেছেন পুলিশ কমিশনার সহ পুরসভা। আজকের সমাজ বিষাক্ত হচ্ছে বিভিন্ন ধরনের মাদকের জন্য। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার বার্তা নিয়েই আজকের ম্যারাথন। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সহ ঘোলা থানা এবং পুরসভার উদ্যোগে যে ম্যারাথন এবং তার মাধ্যমে যে বার্তা তা অবশ্যই সমাজের কাছে পৌঁছবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।
অন্যদিকে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত দে বলেন, সারা বছর ধরেই কোনো না কোনো ইভেন্ট চলতে থাকে তাদের। ‘গো গ্রিন’, ‘সেভ ওয়াটার’ এর মতো একাধিক বার্তা নিয়ে তাঁরা মানুষের কাছে পৌঁছে যান। আর এবারে তাদের ম্যারাথনের বার্তা হল ‘সে নো টু ড্রাগস’। আজকের ম্যারাথনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এসে অংশগ্রহণ করেছেন বলেই জানান তিনি। সেই সংখ্যাটা প্রায় ৫০০র বেশি। পাশাপাশি ঘোলা থানার পুলিশ আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ জানান, ২০১৮ সাল থেকে নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এই উদ্যোগ নেয়। ঘোলা থানা এতে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে মাঝে কোভিডের কারণে দু’বছর বন্ধ ছিল। এই বছরের ম্যারাথন সকলের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম