।। প্রথম কলকাতা ।।
Weather Update: গত কয়েকদিন ঝড় বৃষ্টির দাপটের পর মঙ্গলবার (Tuesday) সকাল একটু পরিষ্কার হলেও স্বস্তি নেই। গোটা দেশ জুড়ে এখন তাণ্ডব চলাচ্ছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা। আশঙ্কা করা হচ্ছে ২৩ থেকে ২৫ শে মার্চের মধ্যে এই আরেকটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। যার কারণে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আইএমডি। মঙ্গলবার গঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা সহ হালকা বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবার আবহাওয়ার বদল (Weather Change) ঘটবে। শুক্রবার (Friday) থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতার (Kolkata) আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে কলকাতাবাসীকে বৃষ্টিতে ভিজতে হতে পারে। মঙ্গলবার কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার দাপট সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে প্রায় ৯২% এর কাছে।
শীতের বিদায় বেলায় একটু গরমের রেশ পড়লেও গত কয়েক দিনের বৃষ্টিতে মনে হচ্ছে যেন পুনরায় শীত ফিরে এসেছে। ভোররাত্রের দিকে বেশ ঠান্ডা। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে হালকা কুয়াশাও দেখা দিয়েছে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কালবৈশাখী প্রভাব বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী দেখা দেবে।
২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যগুলিতে। মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাতসহ একাধিক জায়গা। অপরদিকে দক্ষিণ ভারতে তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ ও কেরলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম হিমালয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান ও চণ্ডীগড়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম