।। প্রথম কলকাতা।।
Gardening Tips : বাড়িতে জায়গার বড় অভাব। বাগান তৈরি করার কথা ভাবারও সুযোগ নেই। কিন্তু টেরেস গার্ডেনিং অথবা ব্যালকনি গার্ডেনিং তো করতেই পারেন। সবুজ গাছপালা আমাদের মন আর মস্তিষ্ক দুটোকেই সতেজ রাখতে দারুন ভাবে সাহায্য করে করোনা পরবর্তী সময়ে এটা অন্তত প্রমাণিত। বাড়িতে সবুজ গাছ থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। একথা বলে থাকেন অনেক বিশেষজ্ঞরা । কিন্তু যারা শহরাঞ্চলে ফ্ল্যাটে বসবাস করেন তাদের জন্য এই শখ পূরণ করা খুব মুশকিল। সেই সকল গাছপ্রেমী ( Plant Lover) মানুষদের জন্যই আজকের প্রতিবেদনে রইল কিছু কার্যকরী টিপস।
কম জায়গায় তৈরি করুন পছন্দের বাগান
গাছ লাগানো মানে মাটি, সার আনা। তাকে পাত্রে রাখা, জল দেওয়া, সঠিক জায়গায় সুন্দর করে রাখা প্রভৃতি। এই সব কিছুর জন্য একটা বড় জায়গা প্রয়োজন। কিন্তু অল্প জায়গাতেও এই কাজগুলি করা যেতে পারে । তার জন্য প্রয়োজন একটু বেশি প্ল্যানিং এর। যেমন ধরুন ছোট জায়গায় বেড়ে ওঠে এমন গাছের খোঁজ করতে হবে । সেই গাছগুলি যাতে দেখতে সুন্দর হয় এবং তাদের ফুল ও ফল ভালো হয় সেটার দিকেও নজর দিতে হবে। গাছ লাগানোর জন্য মাটি যদি না থাকে তাহলে প্ল্যান্ট স্ট্যান্ড ( Plant Stand) ব্যবহার করুন । এটায় জায়গা অনেকটা কম লাগে। তুলনামূলকভাবে ছোট প্ল্যান্টার আনুন বাড়িতে।
ফ্ল্যাট বাড়িতে ব্যালকনি থাকেই। সেই ব্যালকনির রেলিংয়ে কোন লতা গাছ লাগিয়ে দিতে পারেন। যার ফুল হয় সুন্দর এবং রঙচঙে। কম জায়গায় গাছ বড় করার জন্য গ্রো ব্যাগের ব্যবহার করতে পারেন । এছাড়াও আপনি ভার্টিক্যাল গার্ডেনিং এর পন্থা অবলম্বন করতে পারেন। দেওয়ালে ছোট ছোট প্ল্যান্টারে লম্বা করে টাঙিয়ে আপনি গাছ লাগাতে পারবেন । ঘরের মধ্যে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট ( Indoor Plant) এনে রাখুন । বাড়ির জালনায় সাজিয়ে রাখুন সারি সারি ইনডোর প্ল্যান্টের টব।
অল্প জায়গায় লাগানো যায় কোন গাছ ?
সবথেকে বড় প্রশ্ন হল কোন কোন গাছগুলি অল্প জায়গায় আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে বলা যেতে পারে সবজি থেকে শুরু করে ভেষজ গাছ এমনকি ফুলের গাছও রয়েছে যেগুলি অল্প জায়গায় সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। যেমন ধরুন তুলসী, পুদিনা ,লেমনগ্রাস , রোজমেরি এই ধরনের ভেষজ গাছগুলি আপনি আপনার রান্নাঘরের জালনাতেও রাখতে পারেন । সবজি হিসেবে পালং শাক, বেগুন, ধনেপাতা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা এগুলি ছোট ছোট জায়গায় আপনি চাষ করতে পারেন। প্রয়োজনে কিনে আনতে পারেন পাঁচ থেকে সাত ইঞ্চির মাটির হাঁড়ি।
এছাড়াও আপনি আপনার বেডরুমে মানিপ্ল্যান্ট, লাকি, বাম্বু , পিস লিলি ,অ্যালোভেরা, জেড প্ল্যিন্ট, জ্যাসমিন প্রভৃতি গাছ লাগাতে পারেন। এগুলির জায়গা কম লাগে এবং দেখতেও ভারী সুন্দর হয়। বাড়ির সৌন্দর্য আরও কয়েকগুন যদি বাড়িয়ে তুলতে চান তাহলে নিয়ে আসতে পারেন বেশ কিছু বনসাই । এগুলির মূল্য কিছুটা বেশি হয় কিন্তু বাড়িতে বনসাই থাকলে তা অন্য রকম দেখতে লাগে।