।। প্রথম কলকাতা ।।
Petunia cultivetion: শীত মানেই ফুলের মেলা। টবে বাহারি ফুল গাছে সেজে ওঠে ব্যালকনি, বাড়ির ছাদ বাগান। ফুল দিয়ে বাড়ি সাজাতে পিটুনিয়ার জুড়ি নেই। তার লাল, গোলাপি, সাদা, বেগুনি রঙের স্নিগ্ধতা মনকে ছুঁয়ে যায়।
পিটুনিয়া চাষের জন্য কম উচ্চতার চওড়া টব নিন। তাতে বেশি জায়গা পাওয়া যায়। প্রথমে ছাদে একটা প্লাস্টিক বিছিয়ে রোদে ভাল করে মাটি শুকিয়ে নিন। তার পর মাটি (soil) গুঁড়ো করে তার সঙ্গে গোবর সার, শিংয়ের কুচি, নিমখোল মিশিয়ে ঝুরঝুরে করে চারা পুঁততে হবে। গাছ বসানোর পর প্রথম সাত দিন তাকে ছায়ায় রাখতে হয়। নিয়মিত জল দিন। জল(water) দেওয়ার সময় দেখে নিতে হয় গাছ কতটা জল টানছে। মাটি ভেজা থাকলে পরদিন জল দেবেন না। এ ভাবে সাত-দশ দিন ছায়াতে রাখুন। তবে ছায়াতে রাখার মানে কিন্তু অন্ধকারে রাখা নয়। হালকা রোদ আসে এমন জায়গায় রাখুন। দিন দশেক পর গাছ বাইরে বের করুন এবং পচানো খোলের জল দিতে শুরু করুন।
পিটুনিয়া (petunia) গাছে খোলের পাতলা জল দিতে হয়। সাত-দশ দিনের পচানো খোলের একদম হালকা জল দিতে হবে। খোল অল্প জলে ভিজিয়ে রাখুন। যখন তা গাছে দেবেন জল দিয়ে পাতলা করে দিন। গাছের গোড়ার চার দিকে কোনও ঘন কিছু যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত সকাল সন্ধে মাটি বুঝে জল দিতে হবে। যত জাঁকিয়ে শীত পড়বে গাছ ততো বড় হবে। পিটুনিয়ার জন্য আলাদা করে খুব বেশি ট্রিটমেন্ট করতে হয় না। চারা থেকে কুঁড়ি ধরতে দিন কুড়ি থেকে মাস খানেক সময় লাগে। গাছের যদি যথাযথ যত্ন করা হয় তা হলে মার্চ (March) মাস পর্যন্ত বেঁচে থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম