।। প্রথম কলকাতা।।
Tasnia Farin: বাংলাদেশের এক জনপ্রিয় অভিনেত্রী তিনি। ওপার বাংলায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তবে এবার বড়পর্দায় দেখা যাবে তাঁকে। কিন্তু নিজের দেশ বা শহরে নয়, রূপোলি পর্দায় তিনি পা রাখতে চলেছেন টলিউড থেকে। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ছবি ‘আরো এক পৃথিবী’ (Aaro Ek Prithibi)। সিনেমার পোস্টার ইতিমধ্যেই পড়ে গিয়েছে রাস্তাঘাটে। ঢাকা (Daka) থেকে কলকাতায় ছুটে এসেছেন তাসনিয়া ফারিণ (Tasnia Farin)। গত ১৯ জানুয়ারি থেকে এখানেই রয়েছেন তিনি। মঙ্গলবার ‘আরো এক পৃথিবী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাকি কলাকুশলী ও নির্মাতাদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। এর পর ঐদিন রাতেই ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী। ভক্তদের সঙ্গে নিজের কিছু অনুভূতি শেয়ার করেছেন।
প্রথম সিনেমা নিয়ে তাঁর মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। তবে সেইসঙ্গে ছবিটি তাঁর দেশের ভক্তকূল দেখতে পাবে না বলে, একটা আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেত্রীর মধ্যে। ‘বাংলা ট্রিবিউন’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফারিণ বলেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশে ছবিটা মুক্তি পেলে, আমার থেকে খুশি আর কেউ হতো না। কিন্তু কিছু জিনিস তো আমার নিয়ন্ত্রণে থাকে না। আমিও চাই, যদি এখানে মুক্তি পেত। তবে পরে কোনও ওটিটিতে হয়তো দেখতে পাবেন দর্শকরা। যদিও এখনও সেই নিয়ে কিছু জানা যায়নি’।
ওপার বাংলা আর এপার বাংলা একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন বহু অভিনেতা। ওপার বাংলার বহু তারকা কাজ করছেন এপার বাংলায়। এবার সেই তালিকায় নাম জুড়ল ফারিণেরও। ঢাকার পাশাপাশি কলকাতাতে ও নিজের একটা আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। ‘কারাগার’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সকলের কাছে। এমনকি কলকাতায় আসার পর ‘কারাগার’-এ কাজ করার জন্য সাধুবাদ জানানো হয়েছে তাঁকে। তাঁর কথায়, ‘সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল কারাগারের জন্য এখন কলকাতা থেকে প্রচুর সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি, মানুষ প্রশংসা করছে। আর এটা আমার জন্য একটা বড় পাওয়া’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম