।। প্রথম কলকাতা ।।
S Jaishankar: বৃহস্পতিবার সন্ত্রাসবাদ ছড়ানো এবং পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা নিয়ে তিরস্কার করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেইসঙ্গে ইসলামাবাদকে একটি ভালো প্রতিবেশী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এক পাকিস্তানি সাংবাদিক ভারতকে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য অভিযুক্ত করায়, জয়শঙ্কর জবাবে বলেন, ‘আপনি ভুল মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন। এটা পাকিস্তানের মন্ত্রীরা বলবেন, পাকিস্তান কতদিন এটি করতে চায়’।
Lokmat Times English-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কড়া ভাষায় বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘বিশ্ব বোকা নয়, কোনও কিছুই ভুলে যায়নি। আমার পরামর্শ হল, ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন’। জাতিসংঘে একটি মিডিয়া স্টেকআউটের সময় জয়শঙ্করের বক্তব্য, ‘বিশ্ব আজ পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে দেখে। যার অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর আঙুলের ছাপ রয়েছে। আমি জানি আমরা আড়াই বছর কোভিডের (Covid) মধ্য দিয়ে চলেছি এবং এর ফলে আমাদের অনেকেরই মাথায় ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি নিশ্চিত করতে পারি যে, বিশ্ব ভুলে যাইনি অনেক কর্মকাণ্ডে এই অঞ্চলের কতটা ভূমিকা রয়েছে’।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার (Hina Rabbani Khar) ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তোলেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। রিপোর্ট অনুযায়ী যার জবাবে জয়শঙ্কর বলেন, ‘আমি হিনা রব্বানি খার যা বলেছেন তার রিপোর্ট পড়েছি। আমার মনে পড়ে গেল, এক দশকেরও বেশি আগে হিলারি ক্লিনটন ইসলামাবাদ সফরে এসেছিলেন। হিনা রব্বানি খার তখন মন্ত্রী ছিলেন। তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন হিলারি। ক্লিনটন বলেছিলেন, আপনার যদি বাড়ির উঠোনে একটি সাপ থাকে, তবে আপনি আশা করতে পারেন না যে এটি কেবল আপনার প্রতিবেশীকে কামড়াবে। অবশেষে, এটি সেই লোকেদের কামড় দেবে যাঁরা তাঁদের বাড়ির উঠোনে রাখে’।
তালেবান শাসনামলে আফগানিস্তান (Afghanistan) থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের হুমকির বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘কাবুলের তালেবান দখলের পর এই কাউন্সিল বৈঠক করেছিল এবং একটি কাউন্সিল রেজোলিউশনের মাধ্যমে সমগ্র আফগানিস্তানের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশ করেছিল। মনে করি যে, আফগানিস্তান অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে কাজ করবে না। আমরা আশা করি আফগানিস্তানে যাঁদেরই কর্তৃপক্ষ আছে, তাঁরা সেই প্রতিশ্রুতিকে সম্মান করবে’। সেইসঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর বক্তৃতায় নিউ ইয়র্কের ৯/১১ সন্ত্রাস এবং ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ এসেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম