।। প্রথম কলকাতা ।।
Emiliano Martínez: আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি মার্তিনেজ এখন কলকাতায়। যাকে ঘিরে উন্মাদনা আকাঁশছোয়া। কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলারকে দেখতে উপচে পড়ল ভিড়। অনেকের কাছে এ যেন স্বপ্ন! অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। মার্টিনেজকে দেখতে অডিটোরিয়ামে থিক থিক ভিড়। বিশ্বজয়ীকে একনজর দেখতে সমর্থকরা উৎসুক হয়ে ছিলেন। যার জেরে কিছুটা বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। বিশ্বজয়ী গোলকিপারকে ঘিরে এমন পাগলের মতো উন্মদনা স্বাভাবিক। তাল কাটল তারপর। সবুজ-মেরুন ও লাল-হলুদের লোগো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল।
মঞ্চে উঠে মর্টিনেজ জানিয়ে দিলেন, কলকাতায় না এলে বুঝতেই পারতাম না আর্জেন্টিনার প্রতি এই শহরের মানুষের আবেগ কতটা। বিশ্বকাপ না জিতলে হয়তো এই স্বপ্নগুলো পূরণ হত না।’ আজ প্রথমদিন কলকাতা সফর মার্টিনেজের। কলকাতায় আসার পর মিলনমেলায় এদিনের অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের তরফেই সম্মানিত করা হল আর্জেন্টাইন গোলকিপারকে। কিন্তু অনুষ্ঠানে মঞ্চের ব্যাকড্রপ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বর্তমানে কোনও অস্তিত্বই নেই, আর সেই এটিকে মোহনবাগানের লোগো দিয়েই সেজেছে অনুষ্ঠান মঞ্চ। দলের ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা আইএসএল জয়ের পরই এই ঘোষণা করে দিয়েছিলেন আগামী মরশুম থেকে দল নামবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে । ইতিমধ্যেই প্রকাশ্যে আসে মোহনবাগানের নতুন লোগো। আর তারপরও এদিন কলকাতায় যে ছবিটা ধরা পড়ল, তাতে বেশ বিরক্ত সবুজ-মেরুন ভক্তরা। শুধু মোহনবাগান নয়, এসসি ইস্টবেঙ্গলের লোগো ঘিরেও তৈরী হয়েছে বিতর্ক।
লাল হলুদের তরফে তাঁকে দেওয়া হয় ক্লাবের সদস্যপদ। এদিন ইস্টবেঙ্গলের তরফে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় ইলিশ মাছ ও মিষ্টির হাঁড়ি। সংবর্ধনা পাওয়ার পর ‘জয় ইস্টবেঙ্গল’ সম্বোধন করেন এমি। যা শুনে চিৎকারে ফেটে পড়েন ইস্টবেঙ্গলের সমর্থরা। কাতার বিশ্বকাপ জেতার পর পৃথিবীর সর্বত্র মেসির সাথে সাথে মার্তিনেজের ভক্তের ওহ কমতি নেই তা বেশ লক্ষা করা গেল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মর্টিনেজ জানান ভারতে এসে দারুণ লাগছে। অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার। এদেশের অনেক কথা শুনেছি। গোটা শহরটা ঘুরে দেখার অপেক্ষায় আছি। কলকাতা শহর এবং অগণিত ভক্তদের প্রতি যে বেশ দুর্বল হয়ে পড়েছেন সকলের প্রিয় দিবু অর্থাৎ মর্টিনেজ তা বলায় যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম