।। প্রথম কলকাতা ।।
Weather update: বঙ্গে রয়েছে শীতের দাপট। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় বহাল রয়েছে শীতের আমেজ। গঙ্গাসাগর মেলা পর্যন্ত শীতের এই ইনিংস জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্তমানে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির বেশি বাড়বে না। ফলে গোটা জানুয়ারি মাস ধরে শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। আগামী ৪৮ ঘন্টা উত্তর এবং দক্ষিণবঙ্গে শীত বহাল থাকবে। সোমবার কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে দাঁড়িয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশার (Fog) দাপট। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে। দুই দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।
তবে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় আগামী কয়েক দিন পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। বুধবারের পর আবহাওয়ার (Weather) পরিবর্তন হতে পারে। জেলায় জেলায় শীতের আমেজ বজায় থাকবে, পশ্চিমে জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম