।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: তীব্র তাপপ্রবাহের (heat wave) হাত থেকে মিলবে রেহাই। ঝমঝমিয়ে নামবে বৃষ্টি (rain)। দহনজ্বালার মাঝেই বিরাট সুখবর দিল হাওয়া অফিস। স্বস্তির নিঃশ্বাস গোটা দক্ষিণবঙ্গজুড়ে। তীব্র তাপপ্রবাহের মাঝেই এল আবহাওয়ার বিরাট আপডেট। বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল IMD। পারদ কি নামবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? জেনে নিন বিস্তারিত….
টানা তাপপ্রবাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত। আর এই তপ্ত বৈশাখের দহনজ্বালার মাঝেই বিরাট সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। খুব বেশি দেরি নয়, দিনকয়েকের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে রাজ্যে। বৃষ্টি হতে পারে মহানগরী কলকাতাতেও। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে রাজ্যে। মূলত সেই কারণেই বৃষ্টি নামবে রাজ্যে। অর্থাৎ, তাপপ্রবাহের থেকে মিলবে রেহাই। তাহলে আর দেরি কেন, ঝটপট জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামি শনিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। তবে তার আগে চলবে তীব্র তাপপ্রবাহ। আপাতত বৃহস্পতি থেকে শুক্র অবধি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে হিট ওয়েভের চরম সতর্কবার্তা রয়েছে শুক্রবার পর্যন্ত। তবে আবহাওয়ার আমূল ভোলবদল হতে পারে সপ্তাহান্তে। তুমুল ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃষ্টিপাতের জেরে সাময়িক স্বস্তি মিলতে পারে। কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা। সেক্ষেত্রে সাময়িক স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে তার আগে আগামি দু’দিন তীব্র তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। ইতিমধ্যেই এইসব জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। একইরকমভাবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহও পুড়বে তীব্র তাপপ্রবাহে। সেদিকেও হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে শান্তি নামবে শনিবার। ঐদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। সেইসাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণাতেও। আপাতত রবিবার থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস।
তবে সোমবার কার্যত গোটা রাজ্য জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টিতে ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টি হবে মঙ্গলবারও। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। অর্থাৎ গোটা এপ্রিল জুড়ে জ্বলুনি পুড়ুনির পর অবশেষে মিলবে স্বস্তি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম