।। প্রথম কলকাতা ।।
Washington: বুধবার লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক গারসেটিকে (Eric Garcetti) ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত করল সেনেট। ৫২ টি মধ্যে ৪২ টি ভোট পেয়ে নির্বাচিত হন গারসেটি। বাইডেন দুই বছর আগে যখন দায়িত্ব নেন তার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দিল্লিতে কোনও রাষ্ট্রদূত নেই। মার্কিন রাষ্ট্রদূত ছাড়া নয়াদিল্লির এটিই সবচেয়ে দীর্ঘ সময়। জানা গিয়েছে গারসেটি রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) ঘনিষ্ঠ সহযোগী। গত সপ্তাহে, সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি গারসেটির মনোনয়নের পক্ষে ১৩-৮ ভোট দিয়েছে।
২০২১ সালের জুলাইয়ে অর্থাৎ নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই গারসেটিকে মনোনয়ন দেওয়া হয়। সে সময় সিনেটে তার মনোনয়নের বিষয়টি পাস হয়নি। ২০১৩ সাল থেকে ২০২২-এর ডিসেম্বর মাস পর্যন্ত টানা প্রায় এক দশক আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে ছিলেন এরিক। ওই সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একজন সহযোগীর যৌন হয়রানি করেছেন। এই ইস্যুকে হাতিয়ার করেই রিপাবলিকানরা এরিকের নিয়োগের বিপক্ষে মত প্রকাশ করেছিল। এই আবহে ২০২১ সালের জুলাইয়ের পরে চলতি জানুয়ারি মাসে ফের একবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয় গারসেটিকে।
রাজনৈতিক আর্দশগতভাবে তিনি বাইডেন ঘনিষ্ঠ হলেও রিপাবলিকান পার্টির সঙ্গে তাঁর সখ্যতা রয়েছে। রিপাবলিকান পার্টির দুই সেনেটও গারসেটির পক্ষে ভোট দিয়েছেন। কেনেথ জাস্টার ছিলেন নয়াদিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনের শেষ বাসিন্দা। আমেরিকায় বাইডেন সরকার আসার পরে ২০২১ সালের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন তিনি। বর্তমানে ভারত-আমেরিকার ঘনিষ্ঠতা আরও বেড়েছে। মজবুত হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও। যা দেখে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ও চীন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়স
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম