।। প্রথম কলকাতা ।।
BGT: অবশেষে অপেক্ষার অবসান, টেস্ট ক্রিকেটে (Test Cricket) তিন বছর সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। শেষ হল ১২০৪ দিনের অপেক্ষার। সেই সঙ্গে ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শেষবার টেস্টে ক্রিকেটে ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে মাত্র ৫ বাউন্ডারির সাহায্যে ২৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
এটি বিরাট কোহলির ৭৫তম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ঘরের মাঠে তার ১৪তম টেস্ট সেঞ্চুরি। ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের অভিজাত তালিকায় কোহলি মোহাম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র শেবাগ এবং দিলীপ ভেঙ্গসরকারকে ছাড়িয়ে গেছেন। সেই সঙ্গে কোহলি তার ২৮তম টেস্ট সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় অস্ট্রেলিয়ার গ্রেট অ্যালান বর্ডার এবং গ্রেম স্মিথকে ছাড়িয়ে গেছেন।
৭৫টি সেঞ্চুরি সহ কোহলি, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শচীন টেন্ডুলকারের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। কোহলি গত বছর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করে রিকি পন্টিংয়ের ৭১টি আন্তর্জাতিক শতরানের সংখ্যার সমান করেছিলেন। তারপর থেকে, কোহলি আরও 4টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৩টি ওয়ানডেতে এসেছে।উল্লেখযোগ্যভাবে, কোহলিকেও ৭০ নম্বর থেকে ৭১ নম্বর সেঞ্চুরি পেতে ১০২০ দিন অপেক্ষা করতে হয়েছিল কিন্তু তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম