।। প্রথম কলকাতা ।।
চলতি মাসে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন ব্রিটিশ টেনিস কিংবদন্তি অ্যান্ডি মারে। এই নিয়ে আয়োজকদের কাছ থেকে টানা দ্বিতীয়বার ওয়াইল্ডকার্ড গ্রহণ করেছেন তিনি। টানা দ্বিতীয়বার ATP 500 ইভেন্টে ফিরে এসেছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ দুবাই টেনিস স্টেডিয়ামে চলবে এই টুর্নামেন্ট।
দুবাইতে দুইবারের ফাইনালিস্ট মারে ২০১৭ সালে ফার্নান্দো ভার্দাস্কোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৬ সালে বিশ্বের এক নম্বর জায়গা দখল করেছিলেন। এবং সেই বছর অলিম্পিক গেমসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি টেনিসে ব্যাক-টু-ব্যাক স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়েছিলেন। প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ২০১২ সালে ইউএস ওপেন জয় করেন।
পাঁচ বছর আগে তার জয়ের পর গতবার এটিপি ৫০০ টুর্নামেন্টে প্রথম উপস্থিতিতে শেষ ষোলোয় পৌঁছেছিলেন মারে। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন মারে জানিয়েছেন, “দুবাইতে ফিরে আসা অনেক ভালো স্মৃতি নিয়ে আসে। আমার ফর্মের উন্নতি হচ্ছে এবং আমার খেলা আরও ভালো হচ্ছে, তাই দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ আমাকে আবার র্যাঙ্কিংয়ে উপরে উঠতে অব্যাহত রাখার আরেকটি বড় সুযোগ প্রদান করবে।”