।। প্রথম কলকাতা ।।
Coronavirus in China: ভারত-চীন উত্তেজনার মাঝে চীন (China) এখন নিজের ঘর সামলাতে ব্যস্ত। চীনের নাগরিক শি জিনপিং সরকারের উপর বেশ ক্ষেপেছে। আবারো চীনে কোভিড পরিসংখ্যান ভয়ঙ্কর। চীনের রাজধানী বেজিং (Beijing) সহ বেশ কয়েকটি প্রদেশে করোনা সংক্রমণের হার রীতিমত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত অনলাইনে ক্লাস হবে। জিরো কোভিড নীতির বিরুদ্ধে নাগরিকরা দেশ জুড়ে তীব্র বিক্ষোভ চালালে, চীনা সরকার বিধি নিষেধে কিছুটা শিথিলতা আনে। তারপর নতুন করে চীনে যে হারে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে পড়েছে। যার কারণে উদ্বেগ বেড়েছে জিনপিং প্রশাসনের। একটি রিপোর্ট অনুসারে, আগামী বছর করোনায় সংক্রমিত হয়ে চীনের প্রায় ১০ লক্ষ মানুষের মৃত্যু ঘটতে পারে।
চীনে করোনা টেস্টিং এবং রিপোর্ট সিস্টেমের পরিবর্তনের ফলে দেশটিতে করোনা কতটা প্রাণঘাতী হয়ে উঠেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে চীনা সরকার। সাংহাই শহরে করোনা চিকিৎসার জন্য অতিরিক্ত দুই লক্ষ ত্রিশ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনার কারণে এই শহরের অধিকাংশ শিক্ষক এবং কর্মচারী অসুস্থ। যার জেরে আপাতত স্কুলগুলো বন্ধ। করোনার দু’বছর পর গোটা বিশ্ব নিজেদেরকে একটু একটু করে সামলালেও, চীনে এই ভাইরাসের তাণ্ডব যেন কিছুতেই থামছে না। এমনকি বেজিংয়ের শ্মশানে শেষকৃত্যের জন্য মানুষের মধ্যে হাতাহাতির মত পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত চীন নাগরিকদের চিকিৎসার জন্য বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। প্রায় ১.৪ বিলিয়ন জনসংখ্যাকে সরকার জানিয়েছে, করোনার লক্ষণ গুলি যতক্ষণ না গুরুতর হবে ততক্ষণ যেন তারা বাড়িতে থাকেন।
ইউএস-ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর নতুন অনুমান অনুসারে, চীনের কঠোর কোভিড-১৯ বিধিনিষেধগুলি হঠাৎ তুলে নেওয়ার ফলে ২০২৩ সালের মধ্যে সংক্রমণের বিস্ফোরণ ঘটবে। যার জেরে এক মিলিয়নেরও বেশি মৃত্যু হতে পারে। রিপোর্ট অনুসারে, চীনে সংক্রমণের হার ১ এপ্রিলের আশেপাশে শীর্ষে পৌঁছাবে। তখন মৃত্যুর সংখ্যা হবে প্রায় ৩,২২,০০০। আইএইচএমই পরিচালক ক্রিস্টোফার মারে জানান, ততদিনে চীনের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ করোনা ভাইরাসে সংক্রমিত হবে। যদিও চীনের ন্যাশনাল হেলথ অথরিটি কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর সরকারি ভাবে কোভিড মৃত্যুর খবর দেয়নি। সর্বশেষ সরকারি মৃত্যু রেকর্ড করা হয়েছিল ৩ ডিসেম্বর। চীনে মহামারীতে মোট মৃতের সংখ্যা ৫,২৩৫।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম