।। প্রথম কলকাতা ।।
Lal Sari: শাড়ির প্রতি মেয়েদের একটা আলাদা টান রয়েছে। কিন্তু কিছু ব্যতিক্রমী আছে। বেশিরভাগ বিবাহিত মহিলার আলমারি জুড়ে শাড়ির পাহাড় লক্ষ্য করা যায়। তাঁত, জামদানি, ঢাকাই সহ শাড়ির মেলা নজরে পড়বে। তবে সেই শাড়ি তৈরি করতে যাঁদের কালঘাম ছুটে যায়, তাঁদের সম্পর্কে জানেন কটা লোক? আদৌ কেউ কী তাঁদের খবর রাখে? এবার তাঁতি জনগোষ্ঠীর গল্প নিয়ে সিনেমা তৈরি করছে ওপার বাংলা। আর এই ছবিতে রয়েছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস ও সাইমন সাদিক সহ আরও অনেকে।
ছবির নাম, ‘লাল শাড়ি’। শ্যুটিং হচ্ছে মানিকগঞ্জের কৌড়ি গ্রামে। বিগত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন লোকেশনে চলছে বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবির শ্যুটিং। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে প্রায়ই শ্যুটিং হয়ে থাকে। আর এখানকার মানুষজনও শ্যুটিং দেখে অভ্যস্ত। ছবিতে মুখ্য দুই চরিত্রের নাম শ্রাবণী ও রাজু। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। প্রথমবার একসঙ্গে জুটিতে অপু বিশ্বাস ও সাইমন সাদিক। তাঁতিদের জীবনের নানা টানাপোড়েন নিয়ে এই সিনেমার গল্প।
ছবিতে অপু বিশ্বাসকে একটি ডানপিঠে মেয়ের চরিত্রে দেখা যাবে। নায়িকা বলেছেন, ‘বাংলাদেশি অনেক সিনেমা আমি করেছি। বড়লোকের মেয়ে, গরীবের মেয়ে, কাজের লোকের টানাপোড়েন, ড্রাইভারকে বিয়ে করা, কাজের লোককে বিয়ে করা এরকম অনেক গল্পের মাঝেই নিজেদেরকে যুক্ত করেছি। কিন্তু আমরা এতটা মডার্ন হয়ে গেছি যে, শাড়িকে ভুলে গেছি। যে শাড়ি আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করে। এটি একটি ঐতিহ্যবাহী পোশাক। সেই জায়গা থেকে আমি আর আমার ডিরেক্টর মিলে ঐভাবেই গল্প করেছি। সেখান থেকেই তাঁত শিল্প নিয়ে ভাবা’।
অন্যদিকে শ্যুটিংয়ের ফাঁকে সাইমন সাদিক জানিয়েছেন, ‘তাঁত কী কারণে হারিয়ে যাচ্ছে? এর পেছনের কাহিনী কী? তা সামনে আনার গল্পই হল ‘লাল শাড়ি’। একদিনের বিরতিতেই আমি ‘চাদর’ শেষ করে এসে ‘লাল শাড়ি’তে অংশগ্রহণ করেছি। আমার একটাই প্রার্থনা, আমি যেন এভাবে আজীবন কাজ করে যেতে পারি’। অন্যদিকে বন্ধন বিশ্বাস ছবি প্রসঙ্গে বলেছেন, ‘আমার অনেক দিনের প্ল্যানিং ছিল অপু-সাইমন জুটিকে এক জায়গায় নিয়ে এসে কাজ করানো। সেদিক থেকে আমি খুশি। ইতিমধ্যেই ছবির ৬০ শতাংশ শ্যুটিং হয়ে গিয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো ছবির শ্যুটিং সম্পন্ন হবে’। জানা গিয়েছে, সিনেমার মাধ্যমেই জামদানির হারানো ঐতিহ্যকে তুলে ধরা হবে। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম