।। প্রথম কলকাতা ।।
DA Case in Supreme Court: ২০২২ এর ১৪শে ডিসেম্বর বুধবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন গুলির লড়াই দীর্ঘদিনের। এর মাঝেও বারংবার দাবি উঠেছে, যাতে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হয়। ২০২২ এর মে মাসে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ্য মেটানোর কথা। রাজ্য কলকাতা হাইকোর্টে ডিএ মামলার ক্ষেত্রে অর্থনৈতিক সংকটের যুক্তি দিলেও তা ধোপে টেকেনি। যথাযথ ভাবে বহাল ছিল হাইকোর্টের রায়। হাইকোর্টের রায় অনুযায়ী, সরকারি কর্মীদের রাজ্যকে দিতে হবে প্রায় ৩১ শতাংশ হারে ডিএ। আদালতের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও কর্মীরা প্রাপ্য ডিএ পাননি। যার কারণে হাইকোর্টে পুনরায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। রাজ্য ডিএ রায় পুনর্বিবেচনার জন্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও আদতে কোন লাভ হয়নি। পুনর্বিবেচনার করার আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে ডিভিশন বেঞ্চের বিচারপতি ছিলেন হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্ত।
ডিএ মেটাতে রাজ্য সরকারের মোট খরচ
কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, কর্মচারীদের বকেয়ার দিতে গেলে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। যার মধ্যে সরকারি কর্মচারীদের জন্য প্রয়োজন ১১ হাজার ৭৯০ কোটি টাকা। সরকারি সাহায্য প্রাপ্তদের জন্য প্রয়োজন ১৮ হাজার ৩৬৯ কোটি টাকা। অপরদিকে পেনশন ভোগীদের জন্য লাগবে প্রায় ১১ হাজার ৬১১ কোটি টাকা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। রাজ্যের দাবি অনুযায়ী, হাইকোর্টে আদালত অবমাননার যে মামলা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।
সুপ্রিম কোর্টে বেঞ্চ বদল
সুপ্রিম কোর্টে গত ৫ই ডিসেম্বর সোমবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা হলেও দিন পিছিয়ে মামলায় পরবর্তী শুনানির জন্য বেছে নেওয়া হয় ১৪ই ডিসেম্বরকে। মামলার উভয় পক্ষকে নিজস্ব যুক্তি সংক্ষিপ্ত লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। প্রাথমিক নির্দেশে, শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানির উপরে স্থগিতাদেশ দিয়েছিল। যার কারণে কিছুটা হলেও স্বস্তিতে ছিল রাজ্য। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে। কিন্তু হঠাৎ করে মোড় ঘুরে যায়। এতদিন রাজ্যের ডিএ মামলা নিয়ে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে শুনানি হলেও, সুপ্রিম কোর্ট অতিরিক্ত রেজিস্টার এক বিজ্ঞপ্তি জারি করে। যেখানে বলা হয় যে বেঞ্চের বদল ঘটেছে। যে বেঞ্চে বিচারপতি হিসেবে রয়েছেন নবনিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্ত এবং ঋষিকেশ রায়। কলকাতা হাইকোর্টের এক সময় জনপ্রিয় বিচারপতি ছিলেন দীপঙ্কর দত্ত।
কলকাতা হাইকোর্টে ডিএ মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষে গিয়েছিল। এবার দেখার শীর্ষ আদালতের মামলার রায় কোন দিকে যায়। রাজ্যের সকল কর্মচারীদের চোখ এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম