।। প্রথম কলকাতা ।।
Ravi Kishan: তারকার সন্তান তারকা হবে এমনটা একেবারেই নয়। কিন্তু এর কিছুটা ছায়া বলিউড থেকে টলিউড সব জায়গাতেই দেখা যায়। এবার ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করলেন এক তারকা সন্তান। যোগ দিলেন ভারতীয় সেনাবাহিনীতে। মেয়ের জন্য গর্বিত অভিনেতা বাবা। প্রশিক্ষণও শেষ এবার খুব শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন রবি কিষাণের মেয়ে ঈশিতা। সেবা করবেন দেশের।
ঈশিতা শুক্লা স্টার কিড, ছোট থেকেই বিলাসী জীবনযাপনে বড় হয়েছেন। কিন্তু বড় হয়ে ভেবেছেন দেশের কথা। দেশের জন্য কাজ করবেন বলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। ইতিমধ্যেই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য নিজের নামও নথিভুক্ত করে ফেলেছেন। ইনি একজন এনসিসি ক্যাডেট। বয়স মাত্র ২১ বছর। অগ্নিপথ প্রকল্পের নিয়ম অনুযায়ী, ১৭ থেকে ২১ বছর বয়সী ভারতীয় যুবক যুবতীরা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন। প্রথমে তাদের চার বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রার্থীরা যোগ দিতে পারেন সেনাবাহিনীতে।
সম্প্রতি রবি কিষাণ টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন, তার মেয়ে ঈশিতা অগ্নিপথ প্রকল্পের যোগ দিয়েছেন। তিনি বাবা হিসেবে অত্যন্ত গর্বিত। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনেতা তথা সংসদ রবি কিষাণ অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। চলতি বছরে দেখা গিয়েছিল তার মেয়ে ঈশিতা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছেন। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যেখানে লিখেছিলেন, তার সাহসী মেয়ে গত তিন বছর ধরে দেশের সেবার জন্য পরিশ্রম করছেন। দিল্লি অধিদপ্তরের ৭ গার্লস ব্যাটালিয়নের একজন ক্যাডেট হিসেবে ছিলেন। ঈশিতা ছাড়াও রবির তিন সন্তান রয়েছে। রিভা, তানিস্ক এবং সক্ষম। একই সঙ্গে বাবার মতো অভিনয়ে কেরিয়ার গড়তে চান রিভা। চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছেন রিভা। এছাড়া তিনি নৃত্যে পারদর্শী। মেয়ে রিভা অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন আমেরিকায়। প্রায় ১ বছর ধরে নাসিরুদ্দিন শাহের প্লে গ্রুপের অংশও ছিলেন।
मेरी बिटिया ईशिता शुक्ला ,आज सुबह बोली पापा I wanna b in #AgnipathRecruitmentScheme I said go ahead beta 🇮🇳 pic.twitter.com/BkxoOB81QQ
— Ravi Kishan (@ravikishann) June 15, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম