।। প্রথম কলকাতা ।।
Shaan: সঙ্গীতশিল্পী শানকে কে না চেনে। সেই কবে থেকে সারা বিশ্বের মনোরঞ্জন করে চলেছেন শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান। উপহার দিয়েছেন আইকনিক বেশ কিছু গান, সেইসব গান আজও দর্শকের ভীষণ কাছের। শানকে চেনেন না, এমন মানুষের সংখ্যা হাতেগোনা। কিন্তু আপনারা কী শানের ছেলেকে চেনেন? কী নাম তাঁর জানেন? তিনি কোথায় থাকেন বলুন তো? কী করেন? জানেন, কেন তাঁকে ঘিরে অবাক হয়ে যাচ্ছেন সকলে?
বলিউডে বাবার পদাঙ্ক অনুসরণ করে সঙ্গীতে দেশবাসীকে মুগ্ধ করেছেন এমন শিল্পী অনেকেই রয়েছেন। শচীনকর্তার ছেলে আর ডি বর্মন বলুন কিংবা কিশোরকুমারের ছেলে অমিত কুমার। এমন উদাহরণ ভুরি ভুরি। সেই তালিকায় নবতম সংযোজন শানের ছেলে সোহম মুখোপাধ্যায়। বাবার মতো তিনি কোনও ছোট নাম নেননি। সোহম নামেই পরিচিত। লাইমলাইট থেকে দূরে থাকা সোহম কিন্তু মারাত্মক গুণী। তিনি নিজেও সঙ্গীতশিল্পী।
কোথা থেকে গান শিখেছেন শুনলে বিশ্বাসই হবে না আপনার। সম্প্রতি তা পেশার ঝলক সামনে এসেছে। তাতেই নেটিজেনদের একটা বড় অংশের চক্ষু চড়কগাছ। এক জোটে সবাই বলছেন, ‘এ যে বিশ্বাসই হচ্ছে না’। কিন্তু কেন? আসলে অনেকেই শানের সঙ্গে সোহমের গলার ফারাক খুঁজে পাচ্ছেন না। চোখ বুজে শুনলে মনে হবে শানই গাইছেন।
এতো সুন্দর গলা তার। বিখ্যাত ‘বিগ ব্যাং মিউজিক’-এর সঙ্গে যুক্ত সোহম। এরই পাশাপাশি রেকর্ড প্রোডিউসার হিসেবেও কাজ করেন। র্যাপ গ্রুপ ‘সিটিমল’-এর অন্যতম সদস্য তিনি।
তবে সোহম দেশের বাইরেই থাকেন। উচ্চশিক্ষার জন্য তিনি এই মুহূর্তে রয়েছেন লস এঞ্জেলসে। Entertainment Law and Business-এ বিএসসি করছেন তিনি। কিছু দিন আগেই বাবার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর গলায় গান শুনে সকলেই উচ্ছ্বসিত। কেউ কেউ আবার বলছেন, সোহমের গায়কীতে স্বকীয়তার অভাব রয়েছে। তিনি বড্ড বেশি বাবাকে অনুকরণ করেন।
সে যাই হোক টাইগার শ্রফের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই কাজ করা হয়ে গিয়েছে সোহমের। সেই গানের ঝলক প্রকাশের পরেই অবাক নেটিজেনদের একটা বড় অংশ। তাঁরা বলছেন এত ভাল গান করে, এ যে বিশ্বাসই হচ্ছে না! সম্পর্কেও রয়েছেন সোহম। প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তবে বাবার মতো গায়কী তিনি বেছে নেননি। জেন ওয়াই ‘ফ্রেন্ডলি’, র্যাপ গানেই মন মজেছে তাঁর। বেশ কিছু গান গেয়েছে সোহম ও তাঁর টিম। তাঁর গানগুলির মধ্যে রয়েছে ‘বেফিজুল’।
‘লাইফস্টাইল’, ‘ক্রেজি’, ‘ডেভিড বেকহ্যাম’ আরও অনেক। এর আগে ছেলের বিদেশ যাত্রা নিয়ে মুখ খুলেছিলেন শান। সংবাদমাধ্যমকে বলেছিলেন, সোহম বাইরে পড়তে গিয়েছে বলে আমি একটুও চিন্তিত নই। আমি জানি যেখানে গিয়েছে নিরাপদেই আছে ও। আর একটা পর্যায়ের পর সন্তানকে ছাড়তে হয়। সোহমের এই সঙ্গীতের জার্নি কতটা উচ্চতায় পৌঁছয় সেটাই এখন দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম