।। প্রথম কলকাতা ।।
Turkey Earthquake: নতুন বছরের শুরুতেই তুরস্কের ভূমিকম্প বিশ্ববাসীর কাছে একটা বেদনাদায়ক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। হাজার হাজার মানুষের মৃত্যু দেখেছে তুরস্ক (Turkey)। ধ্বংসস্তূপের নিচে সন্তান থেকে শুরু করে পরিবারের সদস্যদের হারিয়েছেন বহু মানুষ। এরকম পরিস্থিতি যে কোন দেশের জন্যেই মর্মান্তিক। তুরস্কের এই ভূমিকম্পের পরে একাধিক আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন মহলের বিশেষজ্ঞরা। একটি পূর্বাভাস দেওয়া হয়েছে পাকিস্তানের (Pakistan) জন্যেও। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানও ভূমিকম্পের কবল থেকে রক্ষা পাবে না। তীব্র কম্পনের জেরে ধূলিসাৎ হয়ে যেতে পারে সেই দেশটিও।
এই কথা জানিয়েছেন ডাচ গবেষক ফ্র্যাঙ্ক হুগারবিটস (Frank Hugarbits)। এটা তাঁর কল্পনা নয় বরং তিনি আগাম সতর্কবার্তা দিয়েছেন বলেই জানিয়েছেন। তাঁর থেকেও বেশি আশ্চর্যজনক বিষয় হল, তুরস্ক এবং সিরিয়ায় এই ভূমিকম্পটি হওয়ার আশঙ্কা দিন কয়েক আগেই প্রকাশ করেছিলেন তিনি। তারপরেই এমন পরিণতি দেখতে পেল বিশ্ববাসী। ভূগর্ভের উথালপাথাল নিমেষের মধ্যে তছনছ করে দিল দুটি দেশকে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা উঠল ৭.৮ পর্যন্ত। সেখানেই কিন্তু থামেনি। ভূমিকম্পের (Earthquake) পরবর্তী তিনদিন আফটার শক আরও বেসামাল করে দেয় তুরস্ককে।
প্রকৃতির এমন করুণ পরিহাসের মুখোমুখি রুখে দাঁড়াতে পারেনি মানুষ। বর্তমানে ডাচ গবেষক ফ্র্যাঙ্ক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতেও এমন তীব্র ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি ট্যুইটে বলেন, যখন বড় কোন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে তার আগে মাঝে মাঝে বায়ুমণ্ডলের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও এটার ব্যতিক্রম থাকে। সকলেরই হয়তো মনে থাকবে ২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতের রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গায় বার তিনেক মৃদু কম্পন অনুভূত হয়েছিল। কাজেই এই পরিস্থিতিকে স্বস্তিদায়ক বলে মানতে নারাজ ডাচ গবেষক।
অন্যদিকে ফ্র্যাঙ্কের এই পূর্বাভাসের সঙ্গে একমত নন খড়গপুর আইআইটির অধ্যাপক এবং ভূবিজ্ঞানী শঙ্করকুমার নাথ। এই সময়-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভূবিজ্ঞানী শঙ্করকুমার নাথের মতে, তুরস্ক, সিরিয়া এই দেশগুলি যেখানে অবস্থিত সেখানে অ্যানাটোলিয়া, আফ্রিকা এবং আরবীয় এই তিনটি প্লেট সংযুক্ত হয়েছে। কাজেই সেই সংযোগস্থলে ভূমিকম্প হওয়া অস্বাভাবিক কিংবা অবাক হওয়ার মতো কিছু নয়। আর পূর্বাভাস সম্পর্কে তাঁর মতামত, কোন স্থানে ভূমিকম্প হবে, কোন নির্দিষ্ট সময়ে ভূমিকম্প হবে এবং তার মাত্রা ঠিক কতটা হবে এই তিনটি বিষয়ে নির্ভুলভাবে যখন বলা যায় তখনই সেটাকে যথাযথ পূর্বাভাস বলে মনে করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম