।। প্রথম কলকাতা ।।
Kolkata Traffic: শহর কলকাতা (Kolkata) হল অন্যতম একটি ব্যস্ত নগরী। যেখানে গাড়ির চাকা দু-দন্ড স্থির থাকে না। বড় বড় রাস্তা এবং ব্রিজের উপর দিয়ে লাগাতার ছুটে যায় গাড়ি। তার উপরে আবার স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের রাস্তা পার হওয়ার তাড়া, অফিসফেরত কর্মীদের ট্রেন ধরার তাড়া। সব মিলিয়ে সারাদিন শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কালঘাম ছুটে যায় দায়িত্বপ্রাপ্ত পুলিশদের। কোথাও কোথাও দেখা যায় যে সকল সেতুর উপর দিয়ে হাঁটা নিষিদ্ধ সেখানেও পথচারীরা বিধি-নিষেধের তোয়াক্কা না করে অনায়াসে হেঁটে চলেছেন। বারবার সতর্কতা, ঘোষণা এবং জরিমানার পরেও বিশেষ কোনো ফারাক পড়েনি।
এই মতো পরিস্থিতিতে এবার শহরের ট্রাফিক পুলিশ (Traffic Police) নতুন উদ্যোগ নিতে চলেছে পথ নিরাপত্তা সপ্তাহে। ৬ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে কলকাতা শহরে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি শুরু হচ্ছে। তা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এমনটাই জানা গিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগ সূত্রে। এই পথ নিরাপত্তা সপ্তাহকে ঘিরে ট্রাফিক পুলিশের একাধিক পরিকল্পনা রয়েছে। শহরের যে ২৫টি ট্রাফিক গার্ড (Traffic Guard) রয়েছে তাঁরা নিজেদের মতো করে কর্মসূচিটি অবশ্যই পালন করবেন। কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে নজর রাখা হবে বলেও জানিয়েছেন পুলিশকর্তারা।
এই কর্মসূচিতে লাগামহীন হর্নের ব্যবহার এবং গাড়ির মাধ্যমে দূষণ এই বিষয়গুলি নিয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করা হবে। এছাড়া গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার পদ্ধতি নিয়েও একাধিক কর্মসূচি রয়েছে। তবে ট্রাফিক গার্ড গুলি সিদ্ধান্ত নিয়েছে এবার আর জে- ওয়াকিং এর মামলায় জরিমানা করবে না তাঁরা। জে- ওয়াকিং অর্থাৎ ট্রাফিক বিধি নিয়ম না মেনে রাস্তা কিংবা সেতুর উপরে বেপরোয়া ভাবে হাঁটাচলা করা। এই জে ওয়াকিং এর মামলায় কলকাতা পুলিশ আইনের ৬৬ নম্বর ধারা অনুযায়ী ১০ থেকে ৫০ টাকা জরিমানা হয়। তাই এবার আর জরিমানা নয়।
যারাই নিয়ম ভঙ্গ করবেন তাদের হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন তাঁরা। এইভাবেই নিজেদের ভুল শুধরে নেবেন বিধিভঙ্গকারীরা। ট্রাফিক গার্ডের তরফ থেকে তাদেরকে সবশেষে গোলাপও দেওয়ার চিন্তা ভাবনা চলছে। সচেতনতা বৃদ্ধি না করে শুধুমাত্র জরিমানার মাধ্যমে পথ দুর্ঘটনা কমানো সম্ভব নয়। কাজেই সেদিকেই এক ধাপ এগোতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম