।। প্রথম কলকাতা।।
4 State Assembly Election Results: ক্রমশ ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে চলে আসছে। একেবারে শেয়ানে শেয়ানে টক্কর চলছে প্রতিটি দলের মধ্যে। শুধুমাত্র তেলঙ্গানায় বিজেপির যেমন কোনও প্রভাব নেই, তেমনি মূল লড়াইটা কংগ্রেস ও বিআরএসের মধ্যে। লোকসভা ভোটের আগে মিজোরাম বাদে ৪ রাজ্যের ফলাফল বিজেপির কাছে যেমন অ্যাসিড টেস্ট তেমনি ইন্ডিয়া জোটের প্রভাব কোনওভাবে এই ভোটে পড়ে কিনা তাও বুঝে নেবে কংগ্রেস। অন্যদিকে, লোকসভা ভোটের আগে বিজেপি কোনওভাবে ধাক্কা খেলে বিরোধীদের মাইলেজ যে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত রয়েছে কংগ্রেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়েরও।
৪ রাজ্যের ম্যাজিক ফিগার কত ?
মধ্যপ্রদেশের বিধানসভায় আসন সংখ্যা ২৩০। তার মধ্যে সরকার গড়ার জন্য দরকার ১১৬টি আসন। এছাড়া, তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ৯০টি, রাজস্থানে ২০০টি আসনের মধ্যে ১০১টি এবং ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় দরকার। তবেই গঠন করা যাবে সরকার।
কার্যত কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ে। তার মধ্যে শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপি। ছত্রিশগড়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এক সময় জোর টক্কর চললেও ক্রমে ব্যবধান বাড়িয়ে নিয়েছে বিজেপি। অন্য দিকে, তেলাঙ্গানায় শাসকদল বিআরএসকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস। ইঙ্গিত মিলছে তিন রাজ্যে পালাবদলের।
প্রসঙ্গত, আজকের ভোটগণনার পরে চার রাজ্যের ফলাফল যাই হোক না কেন, হেরে যাওয়া পক্ষের জন্য নতুন মাথাব্যথা এবং চ্যালেঞ্জ তৈরি করতে বাধ্য। কারণ, ২০২৪ সালের ফাইনালে প্রবেশের আগে তাদের নতুন করে তৈরি করতে হবে পোল কৌশলগুলি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম