।। প্রথম কলকাতা ।।
New Year Party 2023: নতুন বছরের পার্টি (New Year Party) মানেই হইহুল্লোড়, নাচ, গান আর খাওয়া-দাওয়া। আনন্দের তালে গা ভাসিয়ে আপনি যদি সামান্য কয়েকটি ভুল করেন তাহলে সম্পর্কে চিড় ধরতে পারে। অজান্তে করা সামান্য ভুল ব্যবহারে বিপরীত দিকে থাকা মানুষরা আপনাকে ভুল বুঝতে পারে। বর্ষবরণ পার্টিতে গিয়ে এমন কিছু ভুল রয়েছে যা কখনোই করবেন না। এই কাজগুলি বেখেয়ালে হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখা জরুরি।
১/৭ বর্ষবরণ পার্টি মানেই বেশি তাড়াহুড়ো করতে যাবেন না । পার্টিতে একটু দেরিতে বা একদম আগে পৌঁছে যাবেন না। একদম প্রথমে গেলে এনার্জি কমে যাবে, তখন একটু হলেও বোরিং লাগতে পারে। তাই পার্টি শুরু হওয়ার আধঘন্টা পরে যাওয়ার চেষ্টা করুন।
২/৭ খেয়াল রাখবেন আপনার সারাদিনের কাজের প্রেসার যেন মুখে ফুটে না ওঠে। পার্টিতে যাচ্ছেন মানে আপনার মুখে হাসি অবশ্যই থাকা উচিত। না হলে আপনাকে দেখে অনেকেরই খারাপ লাগতে পারে।
৩/৭ যদি মদ্যপান বা ধূমপান পছন্দ না করেন, তাহলে হাসি মুখে তা আপনাকে এড়িয়ে যেতে হবে। সবার মাঝে বিরক্তি প্রকাশ করলে চলবে না।
৪/৭ যিনি আপনাকে আমন্ত্রণ করেছেন, অবশ্যই আপনাকে ভালোবাসেন বা স্নেহ করেন। তাই বর্ষবরণ অনুষ্ঠান কিংবা পার্টিতে যোগদানের আগে অবশ্যই সেই ব্যক্তির জন্য একটি ছোট্ট গিফট নিয়ে যান। নিমন্ত্রণকারী ব্যক্তি অত্যন্ত খুশি হবেন।
৫/৭ যদি পরিবারে শুধুমাত্র আপনি পার্টিতে ইনভাইটেড থাকেন, তাহলে একাই যান। পরিবারের অন্য কোন আত্মীয়কে নিয়ে যাওয়ার দরকার নেই। কারণ পার্টিতে সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করা থাকে। যদি আপনার আত্মীয়দের নিমন্ত্রণ থাকে তাহলে অবশ্যই নিয়ে যেতে পারেন।
৬/৭ যদি কোন কারণে বা কাজের প্রেসারে পার্টিতে উপস্থিত না থাকতে পারেন, তাহলে অবশ্যই নিমন্ত্রণকারী ব্যক্তিকে জানিয়ে দিন। কারণ তিনি হয়ত আপনার জন্য অপেক্ষা করবেন।
৭/৭ পার্টিতে সবার মাঝে বেশিক্ষণ নিজের কথা বলতে যাবেন না। মাঝে মাঝে বক্তার থেকে শ্রোতা হলে আড্ডা আরো বেশি জমে ওঠে। নিজের জীবনের নানান কথা শেয়ার করার পাশাপাশি অন্যের কথাও আপনাকে শুনতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম