।। প্রথম কলকাতা ।।
World Cup Final 2023: হাতছাড়া হওয়ার যন্ত্রণা কখনও ভোলার না। বিশেষ করে যখন কোনও দল দুরন্ত ছন্দে থাকে, তারপরও স্বপ্নপূরণ হয় না তখন কষ্টের মাত্রাটা অনেকগুণ বেড়ে যায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। যে শোক থেকে এখনও বেড়াতে পারেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আর তেমনটা হওয়াই স্বাভাবিক। টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে হেরে অধরা মাধুরীর স্পর্শ পায়নি টিম ইন্ডিয়া। যা ছিল ভারতীয় টিমের কাছে এক দুঃস্বপ্নের রাত।
বিশ্বকাপ ফাইনালে হারের পর ভারতীয় দলের অনেক সদস্যের মুখেই শোনা গেছে আক্ষেপের সুর। কিন্তু ভারতীয় দলের দুই অন্যতম তারকা ক্রিকেটারের মুখে শোনা যায়নি একটিও কথা। ট্রফি হাতছাড়া হওয়ার পর শোকে কাতর বিরাট কোহলি ও রোহিত শর্মা একেবারে চুপ রয়েছেন। ১৯ নভেম্বর রাতে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়ো-ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। তবে বিশ্বকাপ হারের এতদিন পর জানা গেল ভারতের ড্রেসিংরুমের অবস্থা কী রকম ছিল? অজিদের বিরুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর কী করেছিলেন বিরাট-রোহিতরা?
জানা যায় অপ্রাপ্তির শূন্যতায় ড্রেসিংরুমে কেঁদে ফেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিশ্বকাপ দলের আর এক অন্যতম সদস্য রবিচন্দ্রন অশ্বিন। ভারতের তারকা স্পিনার বলেন, ফাইনালে হারের পর আমাদের সকলেরই মন ভেঙে গিয়েছিল। সকলের সামনেই কেঁদে ফেলেছিলেন রোহিত ও বিরাট। ওদের দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমাদের দল ভালো খেলেছিল। সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই রকমটা আমাদের সঙ্গে হওয়ার ছিল না। বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনকেই দক্ষ অধিনায়ক বলে অভিহিত করেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ওদের হাত ধরেই ড্রেসিংরুমে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল।
বিশ্বকাপের মঞ্চে রোহিতের অধিনায়কত্ব প্রশংসিত হয়েছে বিশ্ব ক্রিকেটে। অন্যদের মতো রোহিতের প্রশংসা শোনা গেল ভারতের তারকা স্পিনারের মুখেও। অশ্বিন বলেন, রোহিত দলের সকলের পছন্দ-অপছন্দের কথা জানেন। দলের সদস্যদের ম্যাচের রণকৌশল বোঝাতে না ঘুমিয়েও টিম মিটিংয়ে যোগ দেয় রোহিত। বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা তাঁকে না খেলানোয় অশ্বিন চমকে যাননি। বরং অশ্বিন তৈরি ছিলেন হয় মাঠে খেলতে, নয় ডাগআউটে বসে দলকে চিয়ার করতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম