।। প্রথম কলকাতা।।
Visva Bharati University: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় চলছে বিক্ষোভ আন্দোলন । পড়ুয়াদের একাংশ গতকাল গভীর রাত পর্যন্ত উপাচার্যকে ঘেরাও করে রাখার পর ফের বৃহস্পতিবার নতুন করে আন্দোলনের জন্য প্রস্তুতি নেন। বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির বাইরে আন্দোলনের জন্য মঞ্চ বাধার কাজ হতে দেখা যায়। পড়ুয়াদের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে বারবার এই আন্দোলনের জেরে স্বাভাবিকভাবেই পারদ চড়েছে বিশ্বভারতী চত্বরে।
বুধবার বিকেলের দিক থেকেই বিশ্বভারতীর পড়ুয়ারা আন্দোলন শুরু করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অফিসের বাইরে । তাকে প্রায় ১০ ঘণ্টা ঘেরাও করে রাখা হয় । পরবর্তীতে মধ্যরাতে নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় জোর করে আন্দোলন সরিয়ে দিয়ে উপাচার্য বাসভবনে পৌঁছতে সক্ষম হন। যাতে কোন বড় ধরনের অশান্তি না সৃষ্টি হয় তার জন্য উপাচার্যের বাসভবনের নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে বৃহস্পতিবার উপাচার্যের বাড়ির সামনেই আন্দোলনের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে পড়ুয়াদের।
এই বিক্ষোভ এই আন্দোলনের মূল কারণ হিসেবে পড়ুয়াদের অভিযোগ, বিগত পাঁচ বছর ধরে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন উপাচার্য। যখন খুশি তখন যে কোন কাউকে শোকজ করা থেকে শুরু করে সাসপেন্ড করা, বদলি করা এমনকি কর্মীদের বেতন পর্যন্ত আটকে রেখে দেওয়ার মত চরম অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়। তাঁর এই স্বেচ্ছাচারিতার কবলে পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরকেও। যার কারণে বহুদিন ধরে উপাচার্যের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ সঞ্চিত হচ্ছে পড়ুয়াদের মনে। বুধবার থেকে এই আন্দোলন বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম