।। প্রথম কলকাতা ।।
প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিন্ন হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বর্তমানে ফিফা বিশ্বকাপ ২০২২-এ পর্তুগাল দলে একমাত্র খেলোয়াড় যিনি কোনো ক্লাব ছাড়াই রয়েছেন। রেড ডেভিলদের হয়ে সবে শুরু করা রোনাল্ডোর জন্য ছিল নাটকে ভরা মরসুম। নতুন কোচ এরিক ট্যান হ্যাগের আমলে বেশিরভাগ ম্যাচেই রোনাল্ডোকে কাটাতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে ক্লাবের কর্মকর্তা ও কোচের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন। প্রকাশ্যে পর্তুগিজ সুপাসটারের এহেন মন্তব্য ভালোভাবে নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। রোনাল্ডোর সঙ্গে চুক্তি ছিন্ন করার পথে হাঁটে তারা।
রেড ডেভিলস ছাড়ার পর সৌদি আরবের ক্লাব আল নাসের থেকে বছরে ২০০ মিলিয়ন ইউরোর বেতনের প্রস্তাব এসেছে বলে জানা যায়। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়ে গেছে, ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙেছেন। একাধিক রিপোর্ট অনুসারে, রোনাল্ডো আল নাসেরের সঙ্গে চুক্তির বিষয়টি অস্বীকার করেছেন। গুজব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ৫ বারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছিলেন যে খবরটি মিথ্যা। চুক্তি সম্পর্কে রোনাল্ডো ম্যাচ শেষে বলেন “এটা সত্য নয়, সত্য নয়।”
Cristiano Ronaldo on links of Al Nassr deal done: “No, that’s not true — not true”, he said after the game. 🚨🇵🇹🇸🇦 #Qatar2022
Al Nassr proposal, on the table — but no green light from Ronaldo as of now. pic.twitter.com/y2duCzmZtA
— Fabrizio Romano (@FabrizioRomano) December 6, 2022
পর্তুগিজ ফরোয়ার্ড ২০২২ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অভিযানকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সুইসদের বিরুদ্ধে ম্যাচে তাকে ছাড়াই দল দুর্দান্ত পারফরম্যান্স করে। তাদের প্রথম নকআউট ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোর জায়গায় আসেন গঞ্জালো রামোস। জাতীয় দলের জার্সিতে প্রথম একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেন রামোস। যার ফলে ৬-১ গোলে জয় পায় পর্তুগাল। পর্তুগালের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে তিনি প্রথম একাদশে থাকবেন বলে মনে হচ্ছে না। তাঁর ফর্ম ম্লান হয়ে যাওয়ায়, সর্বোচ্চ গোল স্কোরারের জন্য বিশ্বকাপ শেষ হওয়ার পরে একটি নতুন শীর্ষ ক্লাব খুঁজে পাওয়া কঠিন হতে পারে।