।। প্রথম কলকাতা।।
Baruipur : শহরের একাধিক জায়গায় ভুয়ো স্টিকার এবং কালো কাঁচ লাগিয়ে গাড়ি ঘুরে বেড়াতে দেখা যায় অনেক সময়। আর বিভিন্ন সময় পুলিশি চেকিং চালানোর সময় ধরা পরে সেই ভুয়ো পরিচয় ব্যবহৃত ব্যাক্তি ও ব্যাক্তিরা। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ঠিক সেই রকমই ঘটনার সাক্ষী বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। গত রবিবার রাতে ফুলতলা এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেখাগাড়িতে থাকা তিনজন ব্যাক্তিকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দেয় । তবে তাদের সঠিক পরিচয়পত্র দেখতে চাইলে তা তারা দেখাতে পারেনি। এতেই পুলিশের মনে সন্দেহ আরও জোরালো হয়। শুরু হয় জোরদার তল্লাশি।
গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, এক রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম। গ্রেফতার করা হয় প্রবীর মণ্ডল , মহম্মদ হাইবুল ইসলাম গাজী ও আসিফ লস্কর নামে তিন দুষ্কৃতীকে। ধৃত এই তিনজনই সেই গাড়িতে করেই ডাকাতির ছক কষছিল বলে অনুমান পুলিশের ! তবে পুলিশের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। ঘটনা জানাজানি হতেই বারুইপুর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম