।। প্রথম কলকাতা ।।
Kolkata Bangabandhu Foundation: বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মতাদর্শের প্রচার করবে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ (Bangabandhu Foundation)। সেইসঙ্গে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়েও বিশ্বের বিভিন্ন দেশে প্রচার চালাবে এই সংস্থা। আর তাঁর সূচনা হয়েছে কলকাতা (Kolkata) থেকে। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন। বলতে গেলে এই শহর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বঙ্গবন্ধুকে।
২০২১-এর জানুয়ারিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত শাখার যাত্রা শুরু হলেও, করোনা মহামারীর (Corona) জেরে বিগত বছরে কোনও কর্মসূচি নেওয়া যায়নি। এর পর পরিস্থিতি ঠিক হতেই রবিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে তাঁদের কর্মসূচি শুরু হয়েছে। এদিন কলকাতার রোটারি সদন (Rotary Sadan) আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক (Mohammad Abdur Razzaque) ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ও কলকাতার প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra) সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫-এর কালো দিনগুলিকে স্মরণ করা হয়েছে। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) বন্ধুত্ব ও সমস্যার কথাও। মঞ্চে দাঁড়িয়ে কৃষিমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তার পানি বন্টন সহ আরও নানা সমস্যা রয়েছে। আমি মনে করি এটা সময়ের ব্যাপার। তিস্তার পানি বন্টনকে কেন্দ্র করে যে সমস্যা রয়েছে, তার সমাধান অবশ্যই হবে। অন্যদিকে স্নেহাশিস সুর বলেছেন, ‘পৃথিবীর জন্য, মানুষের জন্য, মানব কল্যাণের জন্য কাজ করে যাওয়াই হচ্ছে আমাদের মুক্তি। সেই মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি’। ‘সময়’ টিভি সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে নানা পরিকল্পনা করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকা (America), কানাডা (Canada), জার্মান, জাপান (Japan) মিলিয়ে সমস্ত জায়গায় বঙ্গবন্ধুর মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ তাঁরা গ্রহণ করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম