।। প্রথম কলকাতা ।।
Weather update: ডিসেম্বরে আগেই ঠান্ডার আমেজ চেটেপুটে উপভোগ করছে বাঙালি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাজ্যের সব জেলাতেই ক্রমেই নামছে তাপমাত্রা। আগামী তিন দিন কলকাতা তাপমাত্রার পরিবর্তন হবে না।
উত্তরের হাওয়া প্রবেশ এর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। আগামী কয়েক দিনের মধ্যেই তা টের পাবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীত পুরোপুরি থিতু হতে এখন ঢের দেরি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে আনুষ্ঠানিকভাবে শীত পড়বে না বঙ্গে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করছে উত্তরে হাওয়া। ফলে বাজায় রয়েছে শীতের আমেজ। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। উত্তরবঙ্গেও মনোরম শীতের আমেজ। পার্বত্য এলাকায় ঘুরতে যাওয়া পর্যটকরা বেজায় খুশি।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি দক্ষিণ পূর্ব আরব সাগর আরেকটি মধ্য বঙ্গোপসাগরে। জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম