।। প্রথম কলকাতা ।।
C V Ananda Bose: রাজ্য সরকারের হেলিকপ্টারের প্রয়োজন নেই, তিনি মিলিটারি হেলকপ্টার পান। জানিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শান্তিনিকেতনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। আর সেখানেই এই কথা জানিয়েছেন রাজ্যপাল। ট্রেনে করে গিয়েছেন রাজ্যপাল। রাজ্য সরকারের হেলিকপ্টারের ব্যবস্থা না হওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যপালকে। সেই প্রশ্নের উত্তরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন,এর কোনও দরকার নেই। আমি রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে মিলিটারি হেলিকপ্টারে চেপে যাই। এটা কোনও ব্যাপারই নয়। যখন আমি মিলিটারি হেলিকপ্টার পাই, তখন রাজ্য সরকারের হেলিকপ্টারের কোনও দরকার নেই।
জানা গেছে, আজ সকালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে তিনি কলকাতা থেকে শান্তিনিকেতন পৌঁছান। তারপর ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রামে একটি মিলনোৎসবে অংশ নিতে শান্তিনিকেতনে পৌঁছান রাজ্যপাল। রবীন্দ্রনাথের ছবি সহ একটি ফলক নিজের সঙ্গে এনেছিলেন রাজ্যপাল। ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার ফলক যেখানে লাগানো আছে সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন রাজভবনের উত্তর গেটের নাম হবে রবীন্দ্রনাথ ঠাকুর গেট।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, শিল্পীদের অনুপ্রাণিত করতে দু’টি পৃথক ফেলোশিপের ব্যবস্থা করা হচ্ছে রাজভবন থেকে । একটি সিনিয়র ফেলোশিপ ও অন্যটি ফেলোশিপ। সিনিয়র ফেলোশিপে ৩৫ হাজার টাকা করে এবং ফেলোশিপে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম