।। প্রথম কলকাতা।।
Aindrila Sharma: আচমকাই বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ছেয়ে যায় ঐন্দ্রিলা শর্মার ভুয়ো মৃত্যুর খবরে। প্রায় দু’সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর এদিন হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তবে শুধু একবার নয় একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সিপিআরে সাড়া দিলেও, শঙ্কা কাটেনি। আর তার মাঝেই গতকাল মাঝরাতে অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবর ঘুম কাড়ল শহরবাসীর।
এমনকি এদিন অভিনেত্রীর চলে যাওয়ার ভুয়ো খবরে শোকপ্রকাশ করেছেন তারকারাও। স্যান্ডি সাহা অভিনেত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘তোমার সঙ্গে আর দেখা করা হলো না। যেখানেই থেকো ভালো থেকো। RIP Aindrila Sharma’। যদিও তা পরক্ষণেই ডিলিট করেছেন স্যান্ডি। পাশাপাশি অভিনেত্রী শ্রীতমা দেও সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তুমি নেই ভগবান। আবার প্রমাণ দিলে’। অভিনেত্রীর পোস্টের নীচে একজন জিজ্ঞাসা করেন, ‘কী হয়েছে?’ জবাবে তিনি বলেন, ‘ঐন্দ্রিলা আর নেই রে’। পরক্ষণে তিনিও নিজের পোস্ট মুছে ফেলেন।
এরপর একে একে সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় অভিনেত্রীর ভুয়ো মৃত্যুর খবরে। কেউ কেউ জানতে চান, ‘এটা কি সত্যি?’ শোনা কথা, জীবিত ব্যক্তিকে কেউ মৃত বললে, তাঁর আয়ু বেড়ে যায়। সেটাই হোক না ঐন্দ্রিলার সঙ্গে। তাঁর ঠিক হওয়ার আশায় বসে রয়েছেন সবাই। সকলেই এই ভেবে রয়েছেন যে, যেভাবে দু’বার ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছেন অভিনেত্রী, সেভাবে এবারও লড়াই জিতবেন তিনি। বুধবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ব্রেন স্ট্রোকের পর মস্তিষ্কে অস্ত্রপচার হয়। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। কিন্তু চলতি সপ্তাহে গোটা ছবিটা ঘুরে গিয়েছে।
নতুন করে সংক্রমণ দেখা দেয় অভিনেত্রীর শরীরে। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, মস্তিষ্কের যে দিকে অস্ত্রোপচার করা হয়, তার বিপরীতে বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেঁধেছে। কিন্তু এবার আর অস্ত্রোপচার নয়, ওষুধ দিয়ে জমাট রক্ত বার করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছিল। এরপর বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সিপিআরে সাড়া দিয়েছেন, কিন্তু অবস্থা সঙ্কটজনক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম