।। প্রথম কলকাতা ।।
Arun Goel: সোমবার নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অরুণ গোয়েল। তাঁর নিয়োগে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পঞ্জাব ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার তিনি। চলতি বছরের ৩১ ডিসেম্বর অবসর নেওয়ার আগেই ১৮ নভেম্বর পদ ছাড়েন গোয়েল। তিনি এখন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের সঙ্গে নির্বাচন কমিশনের সমস্ত রকমের দায়িত্ব সামলাবেন।
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে নতুন পদে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে। চলতি বছরের মে’ তেই প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েছেন সুশীল চন্দ্র। তাঁর জায়গায় এসেছেন রাজীব কুমার। এরপর গত শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গোয়েলের নিয়োগের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে কেন্দ্রে ডেপুটেশনে ছিলেন অরুণ। তবে আগামী মাসে গুজরাট নির্বাচনের আগে তাঁর নিয়োগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষক মহল।
প্রসঙ্গত, মোদী গড়ে ১৮২টি বিধানসভা আসনের জন্য দু’টি পর্যায়ে নির্বাচন হতে চলেছে। যথাক্রমে ১ ও ৫ তারিখ গুজরাটে বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। আর তার আগেই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস এই আধিকারিক। গোয়েল পাতিয়ালার বাসিন্দা। আইএএস হওয়ার পর পঞ্জাব ও কেন্দ্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে এসেছেন। তিনি নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার দৌড়ে তাঁর নাম আগে রয়েছে বলে মনে করছেন অনেকেই। আগামী ২০২৫-এর ফেব্রুয়ারিতে রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। চলতি বছর সুশীল চন্দ্রের জায়গায় আসেন তিনি। তারপর রাজীব কুমার ও অনুপ চন্দ্র পান্ডে কাজ সামলাচ্ছিলেন। কিন্তু তৃতীয় পদ ফাঁকাই ছিল। এবার সেখানে নিয়ে আসা হয়েছে গোয়েলকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম