।। প্রথম কলকাতা ।।
চলতি বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। শেষ চারে পৌঁছাতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু না ভাবছে না লিওনেল স্কোলানির দল। তবে অতীতের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে ডাচদের বিরুদ্ধে অনেকটাই পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। এর আগে দুই দল মোট নয়বার মুখোমুখি হয়েছে যার মধ্যে চারবার জয় পেয়েছে নেদারল্যান্ডস। তিনবার জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে দুই দলই দুটি করে জয় পেয়েছে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছে ২০১৪ সালের সেমিফাইনালে। সেই ম্যাচে গোলশূন্য থাকায় টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা।
যদি চলতি বিশ্বকাপের পরিসংখ্যান দেখা যায় তবে এখনও পর্যন্ত অপরাজিত নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সেনেগাল ও কাতারের বিরুদ্ধে জয় পেয়েছে ডাচরা, ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করেছে তাঁরা। শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ডাচরা। অন্যদিকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। গ্রুপ পর্বে মেক্সিকো ও পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে শেষ ষোলোয় পৌঁছায় মেসিরা। নক-আউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় নীল-সাদা জার্সিধারীরা।
তবে নেদারল্যান্ডসের সোনালী অতীত আর নেই। শেষ হয়েছে রোবেন-ভ্যান পার্সি-স্নাইডারদের জামানা। দলে এসেছেন একেবারে তরুণ মুখ। ভ্যান ডিক, মেমফিস ডিপাই ও ডামফ্রিসদের নিয়ে গড়া তোলা তরুণ দলটি আর্জেন্টিনার বিপক্ষে লড়াই দিতে প্রস্তুত। তবে ধারে ভারে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। দলে রয়েছেন লিওনেল মেসির মতো ম্যাজিশিয়ান। যেকোন সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন তিনি। চোট কাটিয়ে দলে ফিরছেন ডি মারিয়া ও ডি পল। মেসির পাশে ডি মারিয়া ফেরায় আর্জেন্টিনার আক্রমণের শক্তি যে আরও বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার মেসি-ডি মারিয়াদের রুখতে কোন পরিকল্পনা করেছেন নেদারল্যান্ডস কোচ ভ্যান গাল।