।। প্রথম কলকাতা ।।
Weather update: আবারও কিছুটা বাড়ল দিনের ও রাতের তাপমাত্রা। বুধবার সকালে কুয়াশায় মোড়া কলকাতায় ঘুম ভেঙেছে সকলের। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। রাতের তাপমাত্রা আপাতত দুই একদিন স্বাভাবিক বা তার উপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে তাপমাত্রার পারদ।
মঙ্গলবারের তুলনায় বুধবার আরো কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। সকাল থেকে কুয়াশা থাকলেও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। তবে শনিবার থেকে ফের একবার শীতের আমেজ পড়বে শহরে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৩৯ থেকে ৯৮ শতাংশ।
কলকাতায় এখন ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। যখন সকাল হয় সেই শীতের ভাবটা চলে যায়। যদি দেখা যায় গরম জামাকাপড় দিনের বেলা পড়তে হচ্ছে তাহলেই শীত পড়েছে বলা যায়। ঘূর্ণাবর্তের জেরে জেরবার উপকূল। আর সেই কারণেই শীতের যাত্রাপথে পড়েছে বাধা। মান্দাস ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আবার দক্ষিণ আন্দামান সাগরে একই রকম ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নিকোবার দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে এটি শ্রীলঙ্কা উপকূলের দিকে যাবে। ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে তাপমাত্রা বেড়েছে। সপ্তাহের শেষে পারদ পতনের কথা জানিয়েছে হাওয়া অফিস।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম