।। প্রথম কলকাতা ।।
Poushmela: জট কাটলো না পৌষমেলার। এবার শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী এই মেলা হবে কি না সেই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছনো গেল না। বুধবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বোলপুর পুরসভার এ ব্যাপারে বৈঠকে বসেছিল। তবে প্রায় দু ঘন্টা ধরে বৈঠক চললেও মেলা হওয়া নি জট কাটেনি।
পৌষমেলা নিয়ে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্বভারতী ও বোলপুর পুরসভা কর্তৃপক্ষ বৈঠকে বসে করে। বৈঠকে বিশ্বভারতীর তরফে উপস্থিত ছিলেন কর্মসচিব, কর্মী পরিষদের সম্পাদক কিশোর ভট্টাচার্য। বোলপুর পুরসভার তরফ থেকে চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ পুরসভার অন্য আধিকারিকরা।হাজির ছিলেন।
প্রত্যেক বছর সাত থেকে দশ পৌষ শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলা অনুষ্ঠিত হয়। করোনার জন্য বিগত দুবছর শান্তিনিকেতনে পৌষ মেলা হয়নি। গত বছর বোলপুর পুরসভার সহযোগিতায় ডাকবাংলো মাঠে পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই বোলপুর মেলা পরিচালনা করেছিল বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতি। বিশ্বভারতী ও রাজ্য সরকার সংঘাতের জন্য বোলপুরের ডাকবাংলা মাঠে মেলা সরে যায়।
তবে এই বছর যাতে শান্তিনিকেতন পূর্বপল্লির পৌষ মেলার মাঠে ঐতিহ্যবাহী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌষ মেলা অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে বিশ্বভারতীকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিল বোলপুর পুরসভা। বিশ্বভারতীর পক্ষ থেকে সেই চিঠির উত্তরের সাড়া দিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছিল। সেই বৈঠক এদিন অনুষ্ঠিত হল। সেই বৈঠকে ইতিবাচক বিভিন্ন বিষয় উঠে এলেও পৌষ মেলা হওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম