।। প্রথম কলকাতা ।।
Anti Aging Cream: বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে খুব স্বাভাবিকভাবেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা দেয়। অনেকেরই আবার বয়সের আগেই বলিরেখায় ভরে যায় মুখ। এই বলিরেখারে বার্ধ্য়কের ছাপ বলেই ধরে নেওয়া হয়। কেউ-ই চান না যে ত্বকে বয়সের ছাপ পড়ুক, তাই বিভিন্নভাবে তা আটকানোর চেষ্টা করেন। বেশিরভাগ মানুষই এক্ষেত্রে বাজার চলতি অ্যান্টি এজিং ক্রিমের উপর ভরসা রাখেন। অনেক সময়ই এই ধরনের ক্রিমে কাজের কাজ কিচ্ছু হয় না। বাজারের ক্রিমে ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি এজিং ক্রিম। বাড়িতে বানানো মিশ্রণটি ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে পাত্রে ভরে রাখুন। দিনে এক থেকে দু’বার ব্যবহার করলেই মিটবে বলিরেখার সমস্যা। প্রথমেই জেনে নিন এই ক্রিম বানাতে কী-কী লাগবে,ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবেন এই ক্রিম ?
এই ক্রিম বানাতে লাগবে শিয়া বাটার, এসেনশিয়াল অয়েল, জলপাই তেল, ভিটামিন ই ক্যাপসুল। জেনে নেওয়া যাক কিভাবে বানাতে হবে এই ক্রিম ? একটি পাত্রে শিয়া বাটার নিন। তাতে কিছুটা অলিভ অয়েল যোগ করুন। অন্যদিকে একটি পাত্রে জল গরম করে নিন। এই গরম জলের উপর শিয়া বাটারের পাত্রটি রাখুন। দেখবেন বাটার গলতে শুরু করবে। প্রয়োজনে একটু নাড়িয়ে নিন। এবার এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এরপর দিন ভিটামিন ই ক্যাপসুলের তরল নির্যাস। ব্যাশ। তাহলেই তৈরি অন্টি এজিং ক্রিম। মিশ্রণটি ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে পাত্রে ভরে রাখুন। এই মিশ্রণ বা ক্রিম দিনে দু’বার ব্যবহার করলেই মিটবে বলিরেখার সমস্যা।
এছাড়াও আরও কয়েকটি উপায়েও তৈরি করতে পারেন অ্যান্টি এজিং ক্রিম। এক্ষেত্রে দু’ টেবিলচামচ টক দই, একটা চটকানো পাকা কলা আর এক চাচামচ মধু। সমস্ত উপাদান একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন যাতে একটা মসৃণ পেস্ট তৈরি হয়। ফ্রিজে রেখে ঠান্ডা করুন মিশ্রণটা। ঠান্ডা হয়ে গেলে সারা মুখে সমান করে লাগিয়ে 20 মিনিট রাখুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এরপর মুখে টোনার আর ময়শ্চারাইজার লাগিয়ে নিন। দইয়ের অ্যাসিড আপনার মুখের মৃত কোষ সব তুলে দেবে, কলা জোগাবে গভীর থেকে পুষ্টি আর মধু ত্বককে আর্দ্র আর সতেজ রাখবে। স্বাভাবিকভাবেই মুখ থেকে বয়সের দাগ থাকবে দূরে।
অন্য পদ্ধতিতে কেবলমাত্র ঘরোয়া ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন অ্যান্টি এজিং ক্রিম। কি কি লাগবে জেনে নিন। পাকা কলা চটকানো ২ টেবিল চামচ, তিলের বীজের, গুঁড়ো ১ টেবিল চামচ, কাঠবাদামের দুধ ১ টেবিল চামচ, অ্যালোভেরার রস আধ চা চামচ, কাঠবাদাম বাটা: ১ চা চামচ,ঘি আধ চা চামচ।
কী ভাবে তৈরি করবেন এই ক্রিম?
একটি পাত্রে পাকা কলা, ঘি, তিলের বীজের গুঁড়ো, কাঠবাদামের দুধ, অ্যালো ভেরার রস এবং কাঠবাদাম বাটা দিয়ে ঘন একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি এমন ভাবেই বানাবেন যেন, পুরো বিষয়টি খুব মিহি হয়। প্রয়োজন হলে আরও খানিকটা দুধ মিশিয়ে নিতে পারেন। এ বার পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে কাচের পাত্রে ভরে, ফ্রিজে রেখে দিন। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে মুখ ভাল করে পরিষ্কার করে তবেই এই ক্রিম ব্যবহার করবেন। দেরি না করে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম