।। প্রথম কলকাতা ।।
Market Price: একদিকে জ্বালানির দাম, অপরদিকে রান্নার গ্যাসের দাম, যেন একসাথে বাজারে প্রতিযোগিতায় নেমেছে। এই প্রতিযোগিতার দৌড়ে হাঁপিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্তের মাথায় হাত। তরতরিয়ে বাড়ছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাঙালির কাছে নববর্ষ এক আবেগ, আর সেই আনন্দে জমিয়ে পাত পেড়ে খাওয়া হবে না এমনটা হতে পারে না। কিন্তু বাজারে খাসির মাংস কিংবা পোস্ত কিনতে গেলে বুকে ব্যাথা শুরু হয়ে যাবে অনেকেরই। কলকাতা এবং কলকাতা সংলগ্ন বাজারে এখন সবজির দাম কিছু হাফ সেঞ্চুরি আর কিছু কিছু একটু কম রয়েছে। যদিও গ্রামাঞ্চল কিংবা চাষি এলাকার দিকে সবজির দাম অনেকটা কম। পয়লা বৈশাখ(Poila Boishakh) বা নববর্ষের বাজারে যদি একটু ভাল মন্দ খেতে চান এবং সেই তালিকায় মিষ্টি কিংবা দই রাখেন তাহলে অবশ্যই দেড় থেকে দুই হাজার টাকা বাজারে নিয়ে যেতে হবে। কারণ মাছ-মাংসের দামেই বেরিয়ে যাবে অর্ধেক টাকা। ১ কেজি মাটন কিনতে গেলে খরচ হতে পারে ৭০০ টাকা থেকে সাড়ে ৭০০ টাকা পর্যন্ত। ১ কেজি চিকেনের দাম ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত। তাই নববর্ষের বাজার করার জন্য আগে হিসাব কষে রাখুন, জেনে নিন সবজির দর দাম।
নববর্ষের বাজারদর(১৪৩০)
১৫ এপ্রিল
কলকাতা
কুমড়ো – ২৫ থেকে ৩০ টাকা
টমেটো – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচা লঙ্কা – ৭০ থেকে ৮০ টাকা
বাঁধাকপি- ২০ থেকে ৩০ টাকা পিস
শশা – ৫৫ থেকে ৬৫ টাকা
গাজর- ২৫ থেকে ৩৫ টাকা
বিন কড়াই- ৭০ থেকে ৮০ টাকা
ধনেপাতা – ২৫ থেকে ৩৫ টাকা ( বান্ডিল ৩ থেকে ৫ টাকা )
করোলা – ৬৫ থেকে ৭৫ টাকা
বেগুন- ৬৫ থেকে ৭৫ টাকা
ফুলকপি – ২০ থেকে ২৫ টাকা পিস
পেঁপে- ৪০ থেকে ৪৫ টাকা
পটল- ৭০ থেকে ৮০ টাকা
পুঁইশাক- ২০ থেকে ২৫ টাকা
ঝিঙে- ৭০ থেকে ৮০ টাকা
বিট – ২৫ থেকে ৩০ টাকা
সিম – ৫০ থেকে ৬০ টাকা
মটরশুঁটি- ৯০ থেকে ১০০ টাকা
আলু- ১৫ থেকে ১৬ টাকা
চন্দ্রমুখি আলু – ১৬ থেকে ১৮ টাকা
পিঁয়াজ – ১৫ থেকে ২০ টাকা
আদা- ৭০ থেকে ৮০ টাকা
রসুন – ৭০ থেকে ৮০ টাকা
ক্যাপসিকাম – ৭০ থেকে ৮০ টাকা
কচু – ৫০ থেকে ৬০ টাকা
কাঁচকলা – ৩ থেকে ৫ টাকা পিস
সজনেডাঁটা- ৫০ থেকে ৬৫ টাকা
ঢেঁড়স – ৫০ থেকে ৬০ টাকা
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে
সবজির দাম বাড়লে নাভিশ্বাস উঠে সাধারণ মানুষের। পাশাপশি ক্ষতির বোঝা দিনের পর দিন বাড়তে থাকে কৃষকদের ঘাড়ে। কারণ তারা কষ্টের ফসলের দাম যথাযথ ভাবে পান না। সে ক্ষেত্রে বেশিরভাগ লাভের টাকা যায় পাইকারদের পকেটে। সবজির বাজার দর আগের থেকে তুলনামূলক ভাবে অনেকাংশে বেড়েছে। ১০০ টাকার মধ্যেই বেশ ভালোরকম সবজি বাজার হবে, এই ধারণা এখন স্বপ্নের মতো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম