।। প্রথম কলকাতা ।।
চীন-পাকিস্তানের যম! ভারতের মাটিতে তৈরি হলো এ কোন ঘাতক অস্ত্র? শত্রুদেশের দম দেখবে ইন্ডিয়ান এয়ারফোর্স। চোখ তুলে তাকালেই হবে সোজা অ্যাকশন। ঝাঁকে ঝাঁকে ছুটে যাবে উড়ন্ত প্রহরী। কিভাবে বিশ্বের একমাত্র অজুবা বানালো ভারতের হ্যাল? এবার হালকা অস্ত্রেই পৃথিবীর বুকে বাজিমাত করবেন মোদী। সবুরে মেওয়া ফলে, বুঝিয়ে দিল ভারত।
ইন্ডিয়ান আর্মিতে এলো ব্রহ্মাস্ত্র। আকাশ কাঁপাবে ফোর্থ জেনারেশনের তেজস মার্ক-১ ফাইটার জেটের নিউ ভার্সন। চীনের বুক ঢিবঢিব বাড়ছে। তেজসের ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ এবং সরঞ্জাম ভারতীয় সংস্থাগুলোর তৈরি। দেশীয় প্রযুক্তির এই লাইট কমব্যাট এয়াক্র্যাফ্ট রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করেছে। তাই শত্রুদের টেনশন হওয়া খুব স্বাভাবিক। রুশ মিগ-২১ এর রিপ্লেসমেন্ট বলে কথা। টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে জেএফ-১৭ যুদ্ধবিমানকেও। তেজসের পাওয়ার বুঝতে এটাই কী যথেষ্ট নয়? পাইলটদের ট্রেনিং এও এবার ব্যবহার করা যাবে “মেক ইন ইন্ডিয়া”র তেজস। ভারতের মাটিতে তৈরি হলো এমন একটা অস্ত্র যা নিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টগুলোতে রীতিমতো হইচই পড়ে গেছে।
ভারতের এই ব্রহ্মাস্ত্রে নজর পড়ে গেছে আর্জেন্টিনা, মালয়েশিয়ার মতো দেশগুলোর কিন্তু, এখনও বাকি আছে। এটা তো ট্রেলার। এবার তেজসের বুস্টার ডোজে কুপোকাত হবে শত্রুরা, সেই ব্যবস্থাই করেছে হ্যাল। ফাইটার জেট তেজসকে বুস্ট আপ করতে এতে বসানো হচ্ছে ‘অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রেডার’, মিড এয়ার ফুয়েলিং আর ‘অস্ত্র’ মিসাইল। হ্যালের কামালে তেজসের জোরে ইন্ডিয়ান নেভিও তোলপাড় করবে সাগরে। অলরেডি ইন্ডিয়ান নেভির বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্যে সফল উড়ান এবং অবতরণ পরীক্ষা হয়ে গেছে তেজসের। ফুল মার্কস পেয়ে পাশ করেছে ভারতের এই ফাইটার জেট। ফলে ফিউচারে এয়ারফোর্স এর পাশাপাশি, ইন্ডিয়ান নেভিতেও দেখা যেতে পারে এই ফাইটার জেটকে। তেজস কিন্তু বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বেজিংয়ের লালফৌজকে। চীন চুপচাপ বসে দেখছে সবটা। তাহলে কী নতুন কোনও ফন্দি আঁটছে? ভারতের ধারেকাছে আসতে দেবে তো তেজস?
আগামী কয়েক বছরে ৩০০-রও বেশি তেজস যুদ্ধবিমান সামিল করা হবে ফাইটার স্কোয়াড্রনগুলিতে। ডিসিশন নিয়ে ফেলেছে ভারত। অলরেডি ১০০টি তেজস মার্ক-১এ সাপ্লাই করার জন্য অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ভারত তো বটেই, তেজস নিয়ে বড় ডিলে জুড়ে যেতে পারে আর্জেন্টিনা। ভারতের তেজস কিনতে রীতিমতো হুড়োহুড়ি। কোন কোন দেশ লাইনে জানেন? মেক ইন ইন্ডিয়ার পাওয়ার বুঝছে বিশ্ব। তেজস ভারত এর গর্ব। ওজনে হালকা হওয়ায় দ্রুত অনেক দেশের প্রথম পছন্দ হয়ে উঠছে তেজস। কে নেই তালিকায়? মালয়েশিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন তেজস কেনার আগ্রহ দেখিয়েছে। হালকা যুদ্ধবিমান নির্মাণে বিশ্বের মানচিত্রে ভারত নিজের জায়গা পোক্ত করছে।
মনে করিয়ে দিই, ক্ষমতায় এসেই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা যে সময়ের সঙ্গে সঙ্গে কতটা সফলতার দিকে পা বাড়িয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। জানিয়ে রাখি, ২০২১ এর গোড়ার দিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়াক্র্যাফ্ট তেজসের নিউ ভার্সন মার্ক-১এ কেনার ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। তার পরেই বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু করে হ্যাল। আর, এটাই চীনের জন্য টেনশনের, আতঙ্কের। তাই, ভারতের তেজস কিভাবে মোকাবেলা করবে শি এর দেশ, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম