।। প্রথম কলকাতা ।।
ATMA Schemes: ভারত সরকার কৃষকদের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনা নিয়ে এসেছে। ভারতের দেশীয় অর্থনীতির সঙ্গে কৃষক সমাজ ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। ভারতে কৃষকদের আয় প্রায় দ্বিগুণ করার জন্য রয়েছে সরকারের কুসুম যোজনা ( Kusum Yojana)। মূলত দূষণ এবং বিদ্যুতের অপচয় কমিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে সরকার ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা করে। যেখানে সোলার চালিত পাম্প বসানোর জন্য কৃষকদের ৬০ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা বলা হয়। ভারতের যে সমস্ত কৃষকরা জমি খরায় ক্ষতিগ্রস্ত তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ভারত সরকার কৃষকদের আয় বাড়াতে আরেকটি প্রকল্প চালু করেছে, যার নাম আত্মা( ATMA) যোজনা।
চাষে কৃষকদের লাভবান করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকদের আয় বাড়াতে অনেক প্রকল্প চালু করা হয়েছে। সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার চালু করে আত্মা যোজনা। এই যোজনার লক্ষ্য কৃষকদের আধুনিক চাষে উৎসাহিত করা এবং স্বাবলম্বী হতে সাহায্য করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষক কৃষকদের নতুন কৌশল সম্পর্কে অবহিত করা হয়। যেখানে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরাও সাবলম্বী হতে পারবেন। এই প্রকল্পের অধীনে কৃষকদের তৈলবীজ, উদ্যান পালন, ডাল এবং নানান শস্যের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।
#ATMA योजना के अंतर्गत किसानों को आधुनिक कृषि शिक्षा और प्रशिक्षण दिया जाता है। फसल में लागत कम और मुनाफा अधिक हो इस ओर भारत सरकार काम कर रही है।#agrigoi #DigitalAgriculture #DigitalKisan #आत्मनिर्भर_कृषि#आत्मनिर्भर_किसान #G20@g20org @PIBAgriculture pic.twitter.com/N0kaGCJXIu
— Agriculture INDIA (@AgriGoI) December 14, 2022
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির ক্ষেত্রে কৃষকরা পিছিয়ে থাকলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। তাই কৃষকরা নতুন কৌশল শিখে জমির ফলন বাড়াতে পারে। ক্রমবর্ধমান ফলনের কারণে কৃষকদের আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। উন্নত দেশগুলিতে ইতিমধ্যেই কৃষিতে প্রযুক্তির জোয়ার বইছে। বহু দেশ আছে যেখানে কম কম জমি থাকা সত্বেও উন্নত কৌশলের মাধ্যমে কৃষকরা বেশ ভালো ফলন পাচ্ছেন। ভারতে কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা বেশি, কিন্তু কৃষি থেকে মাথাপিছু উৎপাদন আয় বেশ কম। পরিসংখ্যান অনুযায়ী, আত্মা যোজনার অধীনে ইতিমধ্যেই প্রায় কুড়ি লক্ষ্যের বেশি কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্প সম্পর্কিত বিশদে তথ্য জানতে আপনার নিকটস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম