।। প্রথম কলকাতা ।।
বুধবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের ফাইনালের তারিখ ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী ৭ থেকে ১১ জুন লন্ডনের দ্য ওভালে একটি রিজার্ভ ডে সহ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন। শেষবার ২০২১ সালে সাউদাম্পটনে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রতিযোগিতার উদ্বোধনী সংস্করণ জিতেছিল নিউজিল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৭৫.৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যাদের পয়েন্ট ৫৮.৯৩। ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার মর্যাদাপূর্ণ বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। এই সিরিজের ফলাফলই নির্ধারণ করবে ফাইনালে কোন দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আইসিসি ডব্লিউটিসি ফাইনালে জায়গা নিশ্চিত করতে ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, “ডব্লিউটিসি ফাইনাল খেলাটি কয়েক বছর ধরে দলের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।” অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ইদানীং টেস্ট ক্রিকেটে অনেক নাটকীয় মুহূর্ত হয়েছে, এবং নিঃসন্দেহে আরও অনেক কিছু মুহূর্ত আসবে। আমি ফাইনালে আমাদের জায়গা করে নেওয়ার সম্ভাবনা দেখে উচ্ছ্বসিত এবং আশা করছি বছরের শেষের দিকে ইতিহাস তৈরি করব।”